‘সিডি বয়’ থেকে মোদক বাবু! কাঁধে গামছা দিয়ে উচ্ছেবাবুকে ময়রা বানালো মিঠাই

বাংলাহান্ট ডেস্ক: টিআরপি কমছে দিনকে দিন। তবুও কুছ পরোয়া নেই। একই রকম এনার্জি নিয়ে কাজ করে চলেছেন ‘মিঠাই’ (Mithai) পরিবারের কলাকুশলীরা। বিগত প্রায় এক বছর ধরে বাংলা সেরা থাকার পর সম্প্রতি সিংহাসন থেকে ছিটকে পড়েছে মোদক পরিবারের বৌমা। তবে কঠিন সময়ে সে পাশে পেয়েছে উচ্ছেবাবুকে। দুজনের নতুন নতুন প্রেম এখন সিরিয়ালের অন্যতম ইউএসপি।

তবে তাই বলে সবকিছুই যে ভাল ভাল চলছে এমনটা কিন্তু নয়। মিঠাইয়ের জন্মদিনে হিংসার বশে সিডকে মিথ্যে মিথ্যে কাজে ফাঁসিয়ে দেয় তোর্সা। উদ্দেশ্য, মিঠাই রাণীকে টাইট দিতে উচ্ছেবাবুকে দূরে সরিয়ে দেওয়া। আর টেসের জালিয়াতিটা ধরতে পেরেই রেগেমেগে অফিসে ইস্তফা দিয়ে দেয় সিদ্ধার্থ।

Siddhartha and Mithai in Mithai 1

এদিকে এই ঘটনা নিয়েও মিঠাইকে কথা শোনাতে ছাড়ে না তোর্সা। মিঠাই রাণীর সঙ্গে থাকার জন্যই নাকি কাজ ছেড়ে দেওয়ার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়েছে সিড। তখনি সকলের সামনে বড় জায়ের কাছে মিঠাই চ্যালেঞ্জ করে, তিন দিনের মধ্যে আরো ভাল চাকরি পেয়ে দেখাবে উচ্ছেবাবু।

তা মিঠাইয়ের সেই চ্যালেঞ্জের মান রাখতে পেরেছে সিড। ছেড়ে আসা পিসিজির চাকরির থেকেও আরো বড় এবং সম্মানীয় পদে চাকরি পেয়েছে সিড। সুখবরটা পাওয়া মাত্রই বাড়ির সকলকে ডেকে জানায় মিঠাই। তার দেওয়া কথার মান রেখেছে উচ্ছেবাবু। তখনি তোর্সা জানায়, অত খুশি হওয়ার মতো কিছু হয়নি। কারণ সিডের নতুন চাকরির পোস্টিং মুম্বইতে।

1647458343235

স্বাভাবিক ভাবেই এমন খবর শুনে মন খারাপ সকলের। মিঠাইকে ছেড়ে থাকতে হবে শুনে মনমরা শ্রী, নীপা, নন্দারা। এর মাঝেই আসন্ন প্রোমোতে দেখা গিয়েছে এক চমক। মোদক পরিবারের দোল উৎসবের দিনই সিদ্ধার্থকে একটি বড় প্রস্তাব দেবে মিঠাই।

1647458343257

https://www.instagram.com/p/CbIAcPnq3am/?utm_medium=copy_link

 

সিডি বয়কে জিলিপি বানানো শিখিয়ে তার কাঁধে গামছা ঝুলিয়ে দিচ্ছে মিঠাই। এরপরেই তার আবদার, এসব চাকরি ছেড়ে মিষ্টির ব্যবসায় যোগ দাও না মোদক বাবু। চিরদিনই পারিবারিক মিষ্টির ব্যবসা থেকে মুখ ঘুরিয়ে থেকেছে সিড। মিঠাইয়ের দৌলতে অবশ্য এখন সে অনেকটাই জুড়ে গিয়েছে পরিবার ও ব্যবসার সঙ্গে। শেষমেষ মিঠাইয়ের কথা মেনেই কি কর্পোরেট ম্যান থেকে মোদক বাবু হয়ে উঠবে সিড? উত্তরের অপেক্ষায় দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর