পাহাড়ে জমল প্রেম, মিঠাইকে জড়িয়ে ধরে প্রোপোজ করেই দিল সিড! প্রোমো দেখে উচ্ছ্বাস নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক: একদিন পরেই প্রেম দিবস। হাওয়ায় হালকা শীতের সঙ্গে ভাললাগা, ভালবাসার আমেজ। বিনোদনেও লেগেছে তারই ছোঁয়া। সিরিয়াল (Serial) থেকে শুরু করে নন ফিকশন শোগুলিতেও তোড়জোড় চলছে ভ‍্যালেন্টাইনস ডে সেলিব্রেশনের। বাদ পড়েনি জি বাংলার ‘মিঠাই’ও (Mithai)। সদ‍্য বাংলা সেরার খেতাব হারিয়েছে মোদক পরিবার। তাই হারানো সম্মান ফিরে পেতে উঠে পড়ে লেগেছে মিঠাইরাণী।

গত কয়েক পর্ব ধরেই বোঝা যাচ্ছে একটু একটু করে কাছে আসছে মিঠাই সিদ্ধার্থ। যে উচ্ছেবাবু বিয়ে, ভালবাসার নাম শুনলেই নাক কুঁচকাতো, মিঠাইয়ের ছোঁয়ায় সেও বুঝতে শিখছে বিষয়গুলির গুরুত্ব। সম্প্রতি আবার মিঠাইকে নিয়ে পজেসিভও হয়ে উঠেছে সে। নিজের স্ত্রীয়ের সঙ্গে অন‍্য একজনকে দেখে নিরাপত্তাহীনতায় ভুগছে সে।

Siddhartha and Mithai in Mithai 1
এবার হয়তো ভালবাসার গুরুত্ব বুঝবে উচ্ছেবাবু, দর্শকদের আশা পূরণ করেই প্রকাশ‍্যে এল ভ‍্যালেন্টাইনস ডের বিশেষ পর্ব। এক ঘন্টার মহাপর্ব দেখানো হবে প্রেম দিবসে। প্রোমোতে দেখা যাচ্ছে, পাহাড়ি ঢালে চা বাগানের মাঝে মিঠাইকে জড়িয়ে ধরেছে সিড। স্ত্রীয়ের মুখ দুহাতে আঁকড়ে ধরে বারংবার ‘আই লভ ইউ’ বলেই চলেছে সে।

কমেন্ট বক্সে খুশির ঢল নেমেছে নেটিজেনদের। কেউ লিখেছেন, ‘প্রোমো দেখে এবার খাট থেকে পড়েই যাব’। অনেকে আবার বিশ্বাসই করতে পারছে না, এটা সত‍্যি সত‍্যিই ঘটবে তো? মিঠাইয়ের এখনো পর্যন্ত এটাই সেরা প্রোমো, দাবি অনেকের। এক ধাক্কায় অনেকটাই নীচে নেমে গিয়েছে মিঠাই। সেরার স্থান হারিয়ে সোজা পাঁচে এই সিরিয়াল। সিড মিঠাইয়ের মিলন হারানো গৌরব ফেরাতে পারবে কিনা সেটাই এখন দেখার।

IMG 20220212 170329
সম্প্রতি দেখানো হয়েছে, মিঠাইকে স্পোকেন ইংলিশের ক্লাসেও ভর্তি করিয়ে দিয়েছে সে। কিন্তু তারপরেই হয়েছে গণ্ডগোল। ক্লাসের প্রথম দিনেই এক পার্টনার জুটিয়ে নিয়েছে মিঠাই। শিক্ষিকার নির্দেশ মতো পার্কে গিয়ে ঘুরেফিরে ইংরেজি বলছে দুজনে। পাতানো দাদার সঙ্গে আইসক্রিমও খেয়েছে সে।

https://www.instagram.com/tv/CZ3_M27oeM7/?utm_medium=copy_link

এদিকে সব দেখেশুনে মনে হিংসে উঁকি দিচ্ছে সিডের। বিশেষ করে মিঠাইয়ের মুখে ‘পার্টনার’ এর কথা শুনেই আরো রেগে যাচ্ছে সে। হল্লা পার্টির বক্তব‍্য, এতদিনে মিঠাইকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে সিড। সমস‍্যার এখানেই শেষ নয়। বাড়িতে এসেও মিঠাইয়ের মাথা থেকে ইংরেজির ভূত নামেনি। মুখ খুললেই হুড়হুড় করে ইংরেজি বেরোচ্ছে তার। এদিকে তার ‘টকিং’, ‘ড্রিঙ্কিং’ এর ঠেলায় ইংরেজি ভুলতে বসেছে সিড, তোর্সা। বেশ হাসিমজার পরিবেশ ফিরেছে মিঠাইতে।


Niranjana Nag

সম্পর্কিত খবর