টিআরপি কমলেও খ‍্যাতিতে ভাঁটা পড়েনি, ওড়িয়া-তামিলের পর এবার হিন্দিতেও রিমেক ‘মিঠাই’এর

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি একটু কমতির দিকে ‘মিঠাই’ (Mithai) এর। স্টার জলসার ‘গাঁটছড়া’র কাছে প্রথম স্থান খুইয়েছে সে। কিন্তু জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকু। এখনো বাংলা সিরিয়ালের সবথেকে প্রিয় নায়ক নায়িকা হিসাবে উঠে আসবে সিড মিঠাইয়ের নাম। বা‌ংলা সিরিয়ালের জগতে তো আগেই রেকর্ড গড়েছিল মিঠাই। এবার আরো এক পালক জুড়ল মিঠাইয়ের সাফল‍্যের মুকুটে।

বাংলা ছাড়িয়ে মিঠাইয়ের খ‍্যাতি যে বাইরের রাজ‍্যেও পৌঁছে গিয়েছিল তার প্রমাণ আগেও মিলেছে। ওড়িয়া ও তামিল ভাষায় রিমেক হয়েছে মিঠাইয়ের। এবার তালিকায় জুড়ল হিন্দি মিঠাই। হ‍্যাঁ, হিন্দি ভাষাতেও রিমেক হচ্ছে এই জনপ্রিয় সিরিয়ালের। বদলেছে শুধু অভিনেতা অভিনেত্রী ও মিষ্টির ধরন।

mITHAI fi
বাংলার মতো মিঠাই নামই রাখা হচ্ছে হিন্দি সিরিয়ালেও। নায়ক নায়িকাও থাকছে মিঠাই ও সিদ্ধার্থ নামে। জি টিভির তরফে প্রকাশ‍্যে আসা প্রোমোয় বাংলা মিঠাইয়ের অনুকরণেই লম্বা বিনুনি রাখা হয়েছে মুখ‍্য চরিত্রাভিনেত্রী দেবোত্তমা সাহার। তবে এই মিঠাই মনোহরা বিক্রি করবে না। বেচবে হিন্দি ভাষাভাষীদের প্রিয় ‘জলেবি‘ অর্থাৎ জিলিপি।

দেবোত্তমার বিপরীতে সিড চরিত্রে থাকছেন আশিষ ভরদ্বাজ। প্রোমো ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়েছে। আগামী ১৪ মার্চ থেকে জি টিভিতে শুরু হতে চলেছে হিন্দি মিঠাই। দেখার পালা বাংলা মিঠাইয়ের মুখ উজ্জ্বল করতে পারে কিনা এই হিন্দি রিমেক।

https://www.instagram.com/p/CaXgKHevhvh/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, এর আগেই তামিলে ‘নিনাইথালে ইলিক্কুম’ এবং ওড়িয়াতে ‘ঝিল্লি’ নামে শুরু হয়েছে মিঠাইয়ের রিমেক। সিরিয়ালের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই জি এর তরফ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তামিল রিমেকে সিদ্ধার্থর চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা আনন্দ সেলভম।

‘আয়ুথা এজহুথু’, ‘উড়িয়ে ২’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। আর তাঁর বিপরীতে মিঠাইয়ের চরিত্রে রয়েছেন স্বাতী শর্মা। অপরদিকে ওড়িয়া রিমেকে মিঠাইয়ের ভূমিকায় রয়েছেন নিকিতা মিশ্র এবং সিড হয়েছেন অমর ছিনচানি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর