এই একটা কারণেই ৪২ বছরেও বিয়ে করেননি মিতালি রাজ? রাখঢাক না রেখে নিজেই জানালেন প্রাক্তন ক্যাপ্টেন

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের রাজা যেমন বিরাট কোহলি তেমনি ক্রিকেটের রানী হচ্ছেন মিতালি রাজ (Mithali Raj)। ২২ গজে দাঁড়িয়ে দ্যুতি ছড়ান তিনি। আজ তার হাত ধরে ওমেন্স ক্রিকেট এক অন্যমাত্রা পেয়েছে। বিশ্বের অন্যতম সেরা মহিলা ক্রিকেটারদের মধ্যে এই কিংবদন্তির নাম জ্বলজ্বল করছে। এমনকি তরুণ প্রজন্মের কাছে মিতালি রাজ (Mithali Raj) হচ্ছেন অনুপ্রেরণা। তবে ক্রিকেট জগতে গগনচুম্বি সাফল্য অর্জন করলেও, তার ব্যক্তিগত জীবনে থেকে গেছে বিশেষ কিছু তিক্ততা। কেন বিয়ে করেননি এই প্রশ্নই বারবার উঠে আসত। এবার সেই জল্পনারই অবসান ঘটালেন ক্রিকেটার নিজের মুখে। বিয়ের আগেই তিনি এমন সব অভিজ্ঞতা স্বীকার হয়েছেন যা তাকে বাধ্য করেছে বিয়ে না করাতে।

কেন বিয়ে করেননি মিতালি রাজ (Mithali Raj)?

২৫ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি একমাত্র ব্যক্তি হয়তো যাকে নিয়ে শোনা যায়নি তিনি কখনো প্রেমে পড়েছেন কিংবা কাউকে ডেট করছেন। আসলে তার কাছে জগত বলতে শুধুই ছিল ক্রিকেট। তিনি ভাবতেন, বিয়ের পর ক্রিকেট খেলতে পারবেন তো? এমন কোন পরিস্থিতি তৈরি হবে না তো যে ক্রিকেট ছেড়ে দিতে হবে। এমন প্রশ্নই ঘোরাফেরা করতে থাকে। আর পাত্রপক্ষ দেখতে এসে তেমনই পরিস্থিতির শিকার হতে হয়েছিল তাকে।

Mithali Raj reveals why she didn't get married.

“কতগুলো বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন”: মিতালি (Mithali Raj) একটি ইউটিউব ইন্টারভিউতে জানিয়েছেন ঠিক কি কারণে বিয়ে করেননি। তিনি বলেন, “আমার মাসি কিছু সম্বন্ধ আনে। আমি কথা বলতে রাজি হই। সেই সময় পাত্রপক্ষ কথা বলতে এসে কুশল বিনিময়ের পর সরাসরি বিয়ের পরের কথায় চলে গিয়েছিল। কতগুলো বাচ্চা তারা চায় সরাসরি বলেছিল। এমন পরিস্থিতিতে যে পড়তে হতে পারে, আমি ভেবেই অবাক হয়ে গিয়েছিলাম। এমন প্রশ্নের জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। সে কারণে কিছুটা ব্যাকফুটে চলে যাই। আমি সব সময় ক্রিকেট নিয়ে ভেবেছি। কিন্তু এমন কিছু কথা আজও ভুলিনি।” আসলে এমন প্রশ্ন শুনলে যেকোনো মেয়েরাই ইতস্তত বোধ করেন। বিশেষ করে কোন অপরিচিত ব্যক্তিদের সাথে এই সমস্ত বিষয় খোলামেলা কথা বলা যায় না। আর মিতালির ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।

বিয়ের পর ক্রিকেট খেলা যাবেনা: মিতালি আরো বলেন, “আমি তখন ভারতের ক্যাপ্টেন। সেইসময় সম্বন্ধ দেখতে এসে তাদের মধ্যে একজন বলেছিল, বিয়ের পর আমাকে ক্রিকেট ছেড়ে দিতে হবে, কারণ বিয়ের পরে বাচ্চাদের দেখাশোনা করতে হবে। আমি তখন কথাগুলো গিলে নিয়েছিলাম।” ক্রিকেটার জানান যার সাথে তার সমন্ধে দেখা হয়েছিল তার নাম ঠিক এখন মনে নেই, তবে তিনি অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। মিতালিকে (Mithali Raj) জিজ্ঞেস করেছিলেন “আমার মায়ের কিছু হলে তুমি কি তার দেখাশোনা করবে নাকি তখনও ক্রিকেট খেলবে?” এমন প্রশ্ন শুনে তিনি কিছুটা চমকেই গিয়েছিলেন।

আরও পড়ুনঃ আচমকাই হু হু করে সম্পদ কমল মাস্কের! ধনকুবেরদের তালিকায় ঝড় তুললেন আম্বানি, টক্কর দিলেন আদানিও

বিয়ে না করার সিদ্ধান্ত মিতালি রাজের: উল্টে মিতালি জিজ্ঞেস করেছিলেন, “এটা আবার কেমন প্রশ্ন?” এই প্রেক্ষিতে অপর দিকে বসে থাকা ব্যক্তি বলেছিলেন তিনি এই বিষয়ে স্পষ্ট জবাব চান। এই প্রশ্নের ঠিক কি উত্তর দেবেন ভেবে পাচ্ছিলেন না প্রাক্তন ক্রিকেটার। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি বলেছিলেন সেটা সময় বুঝেই তিনি সিদ্ধান্ত নেবেন। এরপর যদিও আর কি কথা হয়েছে না হয়েছে তা ক্রিকেটারের ঠিক মনে নেই। তবে হ্যাঁ তখন থেকেই ঠিক করে নেন তিনি বিয়ে আর করবেন না।

আরও পড়ুনঃ বাংলাদেশের জেল থেকে হাওয়া ৭০০ আসামি! রয়েছে ৭০ জন জঙ্গি, মুখে কুলুপ ইউনূস সরকারের

তবে শুধু মিতালি রাজই (Mithali Raj) একা নন, এমন পরিস্থিতির শিকার অধিকাংশ মহিলারাই হয়ে থাকেন। বিশেষ করে সম্বন্ধ করে বিয়ে করলে এই পরিস্থিতির মুখে বেশি পড়তে হয়। অর্থাৎ প্রতি পদেই বোঝা যাচ্ছে ভারত আজও পুরুষতান্ত্রিক সমাজে বিশ্বাসী। তার জন্যই তো একজন এত বড় কিংবদন্তিকে বিয়ের পরে ক্রিকেট ছাড়ার আদেশ দিতে শোনা যায়।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর