বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছরই ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিয়েছেন প্রাক্তন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালী রাজ (Mithali Raj)। নিজের অবসরের পরে কি করবেন তিনি সেই নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত ছিল বেশ কিছুদিন। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছিলেন না অনেকেই। কিন্তু অবশেষে যাবতীয় জল্পনা শেষ হলো এবং মিতালী নিজের অবসর পরবর্তী সময়ে কি করবেন তা সকলের সামনে এলো।
আসন্ন মার্চ-এপ্রিল মাসে শুরু হবে প্রথম মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (WPL)। তার আগে আইপিএলের অকশন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। এই মহিলাদের আইপিএলে দল কিনেছে আদানি গ্রূপ। পাঁচটি দলের মধ্যে আদানিদের কেনা গুজরাট ফ্র্যাঞ্চাইজিটি সবচেয়ে দামি বলে প্রমাণিত হয়েছে। আদানি স্পোর্টসলাইন ১২৮৯ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে আর সেই দলের সঙ্গেই যুক্ত হয়েছেন মিতালী রাজ।
মিতালী কথা দিয়েছিলেন যে ভবিষ্যতে মহিলা ক্রিকেটের বিকাশের সঙ্গে যুক্ত থাকবেন। এই পদক্ষেপ সেই উদ্যোগেরই একটা অংশ। তিনি ওই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের মেন্টর এবং অ্যাডভাইসরের দায়িত্ব পেয়েছেন। নতুন এই ভূমিকায় প্রাক্তন ভারতীয় অধিনায়ককে দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। মিতালী নিজে এই নতুন দায়িত্ব নিয়ে জানিয়েছেন, “মহিলা ক্রিকেট দিনে দিনে আরও শক্ত ভিত গড়ে তুলছে এবং আমি আশা করব বিসিসিআইয়ের এই নতুন উদ্যোগ আরো তরুণ মহিলাদের ক্রিকেটের প্রতি উৎসাহিত করে তুলবে।”
মিতালী দেশের হয়ে ২৩ বছর ধরে ক্রিকেট খেলেছেন। আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। গত বছর সমস্ত রকম ফরম্যাট থেকেই অবসর নেওয়ার কথা বলে বিসিসিআই এবং জয় সাহুকে ধন্যবাদ দিয়ে জানিয়েছিলেন যে আপাতত কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকতে চান। তবে ভবিষ্যতে আবার ক্রিকেটের আঙিনায় অন্য কোন রূপে ফেরার কথা জানিয়েছিলেন মিতালী।
মহিলা আইপিএলে মেন্টর হিসেবে হলেও তার উপস্থিতি সাধারণ ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়াবে। আইপিএল এর নিলামেও দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মিতালীর। আদানি এন্টারপ্রাইজের ডিরেক্টর প্রণব আদানি জানিয়েছেন, “মিতালী রাজ তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার আর এক নাম। আমি আশা করি মিতালীর উপস্থিতিতে শুধুমাত্র ক্রিকেটে নয় আরো অন্যান্য খেলাতেও তরুণ মহিলা প্রতিভাটা অনুপ্রাণিত হয়ে উঠে আসবেন।