‘জয়ী’ থেকে ‘নীলু’! নায়িকা খলনায়িকা হওয়ার অনুভূতি কেমন? মুখ খুলেন দেবাদৃতা

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবাদৃতা বসু (Debadrita Basu)। এই মুহূর্তে তিনি ছোট পর্দার দর্শকদের কাছে নীলু  নামেই পরিচিত। বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোড়া’ (Mithijhora) সিরিয়ালে নায়িকা রাইয়ের বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি।  কিন্তু সিরিয়ালের কাহিনী অনুযায়ী নীলুর (Nilu) চরিত্রে রয়েছে নেগেটিভ শেড (Negative Shade)। তাই দর্শকরা তাঁকে দেখলেই এখন রেগে যান।

নায়িকা থেকে খলনায়িকা হয়ে কেমন লাগছে দেবাদৃতার (Debadrita Basu)?

তবে একটা সময় এই নীলুই  ছিলেন বাংলা সিরিয়ালের প্রধান মুখ। দর্শকদের কাছে তিনি কখনও আলো আবার কখনও ‘জয়ী’ (Joyee) নামেও পরিচিতি পেয়েছেন। একসময়  জি বাংলার পর্দায় সম্প্রচারিত হত দেবাদৃতা (Debadrita Basu) অভিনীত হিট মেগা ‘জয়ী ‘  এবং ‘আলো ছায়া।’ দুটি সিরিয়ালের প্রধান নায়িকার ভূমিকায়ছিলেন দেবাদৃতা (Debadrita Basu)।

   

প্রত্যেকবারই তাঁর নিখুঁত অভিনয় মন জয় করে নিয়েছে বাংলা সিরিয়াল প্রেমীদের। আলো ছায়া শেষ হওয়ার পর স্টার জলাসার ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। এরপর আরও একটি মেগায় প্রধান নায়িকা আলো চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

আর আজ তিনিই দর্শকদের ক্ষোভের কারণ হয়েছে। শুরু থেকেই একের পর এক হিট মেগায় প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন দেবাদৃতা। আর নায়িকা থেকে তিনিই এখন খলনায়িকা। প্রথমবার এমন একটা চরিত্রে অভিনয় করে কেমন লাগছে দেবাদৃতার? সম্প্রতি আজ কাল ডট ইনের তরফে এই প্রশ্নই রাখা হয়েছিল দেবাদৃতার কাছে।

আরও পড়ুন : মাত্র ৪৫ টাকায় দিঘা! জন্মাষ্টমীর আগেই ঘুরে আসুন, ‘বাঙালির গোয়া’ থেকে

জবাবে অভিনেত্রী বলেছেন, ‘এখন যেকোনও সিরিয়ালের চরিত্রই পুরো ভালো বা পুরো খারাপ হয়না, চরিত্রে ধূসর ভাব থাকেই। এখানে আমার চরিত্রতেও তাই দেখানো হয়েছে। সময় বদলে দিয়েছে নীলুকে।’

Debadrita Basu

অন্যদিকে সিরিয়ালের প্লট অনুযায়ী খুব তাড়াতাড়ি নীলুর পর্দা ফাঁস হবে। তারপর কোন নতুন চমক? জবাবে অভিনেত্রী বলেছেন, ‘ভুল যখন করেছে সত্যিটা তো সামনে আসতোই। তবে নীলুর চরিত্রটা এমন ভাবেই তৈরী হয়েছে যে ক্ষেত্র বিশেষে ওর ভুলগুলো সবসময় ভুল বলে বিচার করা যায়না। বাকিটা সময় বলবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর