বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার এক সময়কার জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘মিঠিঝোরা’। তিন বোনের গল্প প্রথম দিকে দর্শকদের আকৃষ্ট করলেও ধীরে ধীরে নীচে নেমেছে টিআরপি লিস্টে। এক বছর পূর্ণ করে একাধিক বার স্লট বদলের পর এই মুহূর্তে রাত দশটা পনেরোয় সম্প্রচারিত হচ্ছে সিরিয়ালটি (Serial)। তবে ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে দর্শকদের অনেকেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন।
নতুন মোড় আসতে চলেছে মিঠিঝোরায় (Serial)
গল্পের মাঝেই নায়ক বদল হয়েছে মিঠিঝোরায় (Serial)। শৌর্যকে সরিয়ে নায়ক হয়ে বসেছে অনির্বাণ। যদিও দর্শকদের অনেকের মতে, অনির্বাণ আদতে নায়ক নয়, খলনায়ক। রাইয়ের সঙ্গে তাঁর সম্পর্কের ওঠাপড়া, বারবার রাইকে ভুল বোঝা, তার বিশ্বাস ভাঙায় দর্শকরা বিরক্ত। সম্প্রতি সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে মা হতে চলেছে রাই। কিন্তু এর মাঝেই ফের ঝড় উঠতে চলেছে তার সংসারে।
কী চলছে গল্পে: সিরিয়ালে (Serial) দেখানো হচ্ছে, ঝুঁকি নিয়েই মা হতে চলেছে রাই। অনির্বাণ তার যত্নে উঠেপড়ে লেগেছে। এদিকে নীলু কিছুতেই দিদিকে শান্তিতে থাকতে দেবে না। রাইয়ের দেখভালের বাহানা করে সে চলে আসে রাই অনির্বাণের সংসারে। আর এখানে এসেই দিদির সংসার ভাঙতে আবারও ছক কষতে থাকে সে।
আরো পড়ুন : কলকাতায় এসেই প্রথম প্রেম, ঠিক হয়ে গিয়েছিল বিয়েও! এখন কোথায় থাকেন অমিতাভের প্রেমিকা?
কী দেখানো হল প্রোমোতে: সম্প্রতি প্রোমোতে (Serial) দেখা গিয়েছে, ফ্যান পরিস্কার করতে টুলের উপরে উঠেছে নীলু। হঠাৎ ইচ্ছা করেই সে টুল থেকে পড়ে যায় আর অনির্বাণ তাকে ধরে ফেলে। আর তখনই সেখানে হাজির হয় রাই। এদিকে নীলু অনির্বাণের পরস্পরের দিকে তাকিয়ে থাকার ধরণ দেখে মাথায় হাত পড়ার জোগাড় দর্শকদের। তবে কি এবার নীলুর সঙ্গে অনির্বাণের (Serial) পরকীয়া দেখানো হবে? শেষমেষ নিজের শ্যালিকার সঙ্গে সম্পর্কে জড়াবে অনির্বাণ?
আরো পড়ুন : ৪ গুণ বেশি বেতন, ঢালাও ছুটি! তবুও বিশ্বের ‘সুখীতম’ দেশের থেকে এগিয়ে রয়েছে ভারত, কীভাবে?
প্রোমো দেখে বিরক্তি, ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা। বারংবার কেন অনির্বাণের পরকীয়া দেখানো হবে? তাও আবার নীলুর সঙ্গে অনির্বাণের জড়ানোটা একেবারেই মেনে নিতে পারছেন না দর্শকরা। অনেকে মিঠিঝোরা শেষ করার দাবিও জানিয়েছেন। এই ধরণের গল্প সমাজের উপরে খারাপ প্রভাব ফেলে বলেও দাবি করেছেন অনেকে। যদিও আগামীতে গল্প কোনদিকে যায় সেটা জানা যাবে সময়ের সঙ্গে সঙ্গে।