রাইয়ের অসুস্থতাকে হাতিয়ার বানিয়ে আরও ভয়ঙ্কর নীলু! ‘মিঠিঝোড়া’র আগামী পর্বে বিরাট  চমক

বাংলা হান্ট ডেস্ক : দিনে দিনে আরও জমে উঠছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠিঝোড়া’ (Mithijhora)। এই মুহূর্তে এই সিরিয়ালে অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী প্রধান নায়িকা রাই (Rai)। সিরিয়ালে (Mithijhora) এই রাইয়ের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। প্রসঙ্গত রাই ছাড়া এই সিরিয়ালে (Mithijhora) আরও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। যার মধ্যে অন্যতম রাইয়ের দুই বোন স্রোত এবং নীলু (Neelu)।

মিঠিঝোড়া (Mithijhora) সিরিয়ালে আরও ভয়ঙ্কর নীলু

দিনে দিনে এই নীলু চরিত্রটি যেন আরও  ভয়ংকর হয়ে উঠছে। সদ্য প্রকাশ্যে এসেছে ‘মিঠিঝোড়া’ (Mithijhora) নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়েই  প্রতিবাদী হয়ে উঠেছে রাই। অবশেষে রাই ঠিক করেছে নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নেবে। তাই অনির্বাণকে মুখের ওপর জবাব দিয়ে এতদিনে উচিত শিক্ষাও দিয়েছে সে। আর রাইয়ের এই প্রতিবাদী রূপ দেখে প্রশংসায় ভরিয়েছেন দর্শকরাও।

কি প্ল্যান করছে নীলু ?

এখন দেখার রায়ের জীবন আগামী দিনে কোন দিকে মোড় নেয়। এবার রাইয়ের অসুস্থতাকে হাতিয়ার করেই নতুন খেলায় মেতে উঠতে চলেছে নীলু। নিজের দিদির এত বড় অসুখেও তার কোন হেলদোল নেই। এই মুহূর্তে সে শুধু নিজের ঘর বাঁচাতেই মরিয়া।

রাইয়ের অসুস্থতাকে হাতিয়ার 

তাই নীলু যখন জানতে পারে রাইয়ের অসুস্থতার খবর পেয়ে শৌর্য্য সারাদিন নাওয়া-খাওয়া ভুলে হাসপাতালে পড়েছিল তখন নীলু শৌর্য্যের কাছে প্রশ্ন করে সে কেন সারাক্ষণ হাসপাতালে ছিল? যদিও শৌর্য্য তখন পাল্টা নীলুকে জবাব দিয়ে তার জায়গা বুঝিয়ে দেয়।

আরও পড়ুন : দীর্ঘ বিরতির অবসান! ছোটপর্দায় ফিরছেন রুপা ভট্টাচার্য, কোন সিরিয়ালে ফিরছেন তিনি?

এছাড়া নীলু জানতে পারে রাইকে বাঁচানোর জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে। নীলু  ভাবতে থাকে যদি তার সাথে কিছু ঘটে যায় তাহলে এত টাকা সে কোথায় পাবে? তখন নীলু  মনে মনে সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক না কেন শৌর্য্যকে কিছুতেই ডিভোর্স দেওয়া যাবে না।

Mithijhora

কি হবে আগামী পর্বে ?

তাই এবার শ্বশুর বাড়িতে থাকার জন্যই রাইকে হাতিয়ার বানাবে নীলু। এবার শয়তানি ছেড়ে শৌর্যের সাথে নিজের ডিভোর্স আটকানর জন্য নীলু এবার রাইয়ের কাছেই ভালো সাজার নাটক করবে। এখন দেখার নীলুর চোখের জল দেখে এবারও রাইয়ের মন গলে কিনা! রাই কি তাহলে এবারও নীলুর পাতা ফাঁদে পা দেবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর