বাংলা হান্ট ডেস্ক : স্টার জলসা হোক কিংবা জি বাংলা টেলিভিশনের পর্দা এখন বেশিরভাগ বাংলা সিরিয়ালই নারী কেন্দ্রিক। ব্যতিক্রম নয় জি বাংলার মিঠিঝোড়া (Mithijhora)-ও। দু’হাতে দশভুজা মেয়েদের জীবনের নানান কাহিনী নিয়েই আবর্তিত হয়ে চলেছে এই সমস্ত ধারাবাহিকের গল্প। তাই সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া নয় বেশিরভগ ধারাবাহিকেই এখন দেখানো হচ্ছে ভিন্ন স্বাদের গল্প।
রাইয়ের মৃত্যু দিয়েই শেষ মিঠিঝোড়া (Mithijhora)?
তবে সিরিয়াল মানেই যে সবসময় বাস্তব নির্ভর কাহিনি দেখানো হবে তা কিন্তু নয়। টিআরপি তুলতে মাঝেমধ্যেই এই ধারাবাহিকগুলিতে দেখানো হয় বিভিন্ন ধরনের অবাস্তব ঘটনাও। তেমনই গল্পে নতুন মোড় আনতে বহুবার নায়িকাদের মৃত্যু দেখানো হয়েছে একাধিক সিরিয়ালে। যদিও তারা আবার কোন না কোন ভাবে ফিরে এসেছেন নতুন রূপে।
আবার অনেক সময় প্রধান নায়িকার মৃত্যু দেখিয়েই শেষ করা হয়েছে বহু জনপ্রিয় মেগা সিরিয়াল। এক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা যেতে পারে স্টার জলসার ‘খড়কুটো’ ধারাবাহিকের নায়িকা গুনগুন কিম্বা বলা যেতে পারে কোজাগরী ধারাবাহিকের নায়িকা কোজাগরী কথাও। মনে করা হচ্ছে এবার এমনই পরিণতি হতে চলেছে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোড়া’ (Mithijhora) সিরিয়ালের প্রধান নায়িকা রাইপূর্ণা ওরফে রাইয়ের (Rai) সাথেও।
সিরিয়ালের (Mithijhora) প্লট অনুযায়ী দেখা যাচ্ছে নায়িকা রাইয়ের কঠিন অসুখ করেছে। এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। কিন্তু তার স্বামী অনির্বাণ তাকে ভুল বুঝে লাগা তার অপমান করে চলেছে। শুধু তাই নয়, এই মরণ-বাঁচন পরিস্থিতিতে রাইকে ভুল বুঝছে তাঁর নিজের মা নন্দিতাও। এখনো পর্যন্ত এই ধারাবাহিকে দেখা গিয়েছে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর রাইয়ের অক্সিজেন লেভেল কমে গিয়েছে অনেকটাই।
আরও পড়ুন : ‘এক নারীর সম্মানের বিচার চাইতে গিয়ে….. !’ শ্যামবাজারের হেনস্তার পর প্রথম প্রতিক্রিয়া ঋতুপর্ণার
তারপর তার অবস্থা আরও খারাপ হতে শুরু করে। তাই রাইয়ের এই অবস্থা দেখেই ভয়ে কাঁটা দর্শক। আসলে বিগত কিছুদিন ধরেই ‘মিঠিঝোড়া’ শেষ হওয়ার জল্পনা তৈরী হয়েছে। তাছাড়া এই মুহূর্তে এই সিরিয়ালের টিআরপিও ঠেকেছে একেবারে তলানিতে। চলতি সপ্তাহের টিআরপি তালিকাতেও প্রথম দশে জায়গা হয়নি রাইপূর্ণার মিঠিঝোড়ার।
তাছাড়া ইতিমধ্যে জি বাংলা তরফে প্রকাশ্যে এসেছেন নতুন সিরিয়ালের প্রোমো। তাই দর্শকদের অনুমান এবার হয়তো টিআরপির অভাবে রাইয়ের মৃত্যু দেখিয়ে শেষ করে দেওয়া হবে এই সিরিয়াল। তবে এখন দেখার দর্শকদের এই অনুমান আদৌ সত্যি হবে কিনা! তবে স্বস্তির খবর এই যে, চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানানো হয়নি।