মুখে কথা অতীত! এবার রাইয়ের গায়ে হাত তুলল অনির্বাণ! আগাম পর্ব ফাঁস হতেই রাগে ফুঁসছে দর্শকরা

বাংলা হান্ট ডেস্কঃ দিন দিন দর্শকদের চক্ষুশূল হয়ে যাচ্ছে ‘মিঠিঝোরা’র (Mithijhora) অনির্বাণ। সিরিয়ালের নায়ক হলেও তার কার্যকলাপ দেখে সেকথা বোঝা দায়! কথায় কথায় রাইকে অপমান, অবিশ্বাস করা যেন তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন যেমন রাই প্রেগন্যান্ট শুনে শুরু হয়েছে অত্যাচার!

নির্যাতনের শিকার ‘মিঠিঝোরা’র (Mithijhora) রাই!

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাইকে ফের অবিশ্বাস করতে শুরু করেছে অনির্বাণ। আজকের পর্বে দেখা যাবে, রাই বাড়ি ঢোকা মাত্রই তাকে বেশ কিছু খারাপ কথা বলে সোহিনী। সমাজের তথাকথিত ভদ্র একজন মহিলা কীভাবে এমন কথা বলতে পারেন তা ভেবে অবাক হয়ে যায় রাই।

এদিকে সোহিনী এত কুরুচিকর কথা বললেও চুপ করে সবটা শুনতে থাকে অনির্বাণ। এদিকে রাই (Rai) কিছুতেই মুখ বন্ধ রাখতে পারে না। পরিবারের বিষয়ে একটাও খারাপ কথা শুনতে রাজি নয় সে। তাই স্বাভাবিকভাবেই শাশুড়ির কথার প্রতিবাদ করে ওঠে।

আরও পড়ুনঃ ‘অস্বস্তি হচ্ছিল’! নামি পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! পুলিশের দ্বারস্থ শ্রীলেখা

সেটা দেখে অনির্বাণ (Anirban) বলে, তার মা যে যে কথাগুলো বলছে সেটা মোটেই ভুল না। বরং রাই যে কাজ করেছে সেটা অনেক বেশি খারাপ। এই অপমান আর সহ্য না করতে পেরে রাই সেখান থেকে চলে যাবে বলে ঠিক করে। ঠিক তখন অনির্বাণ তার হাত টেনে ধরে। যাতে ব্যথা পায় রাই। এদিকে রাইয়ের গায়ে হাত দেওয়ার এই বিষয়টা যাতে আর না বাড়ে, সেই জন্য তৎক্ষণাৎ সেখানে চলে আসে অনির্বাণের বাবা-মা।

Mithijhora serial Rai

এতদিন অবধি অবিশ্বাস, কটু কথা বলে রাইকে মানসিক নির্যাতন করার পর এবার কি তাহলে শারীরিক নির্যাতন শুরু হতে চলেছে? অনির্বাণের এই রূপ দেখে তার সঙ্গে কি আদৌ আর সংসার করতে পারবে রাই? আপাতত এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ‘মিঠিঝোরা’র (Mithijhora) দর্শকদের মনে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর