বাংলা হান্ট ডেস্কঃ ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রথম দফায় বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কয়েকটি আসনে ভোটগ্রহণ হয়। প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ হয়েছে, লোকসভার নিরিখে ওই ৩০ আসনের মধ্যে ২০টি আসনে এগিয়ে আছে বিজেপি আর ১০ টি আসনে এগিয়ে আছে তৃণমূল। এখন দেখার বিষয় এই ৩০টি আসনের মধ্যে কে বেশি আসনে বাজিমাত করতে পারে। আগামী ২ মে তারিখ শেষ হাসি কে হাসবে সেটা দেখার বিষয়।
শুভেন্দু অধিকারী ২০১৯ এর লোকসভা সময় তৃণমূলের নেতা ছিলেন কিন্তু এবার তিনি বিজেপি হয়ে লড়ছেন ফলে তৃণমূলের দখলে থাকা ওই ১০টি আসনের বিজেপির পাল্লা ভারি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি দাবি করছে যে, তাঁরা ৩০টির মধ্যে ২৬ টি আসনে জয়লাভ করবে। আগামী ১ এপ্রিল বাঁকুড়া, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা ভোট আছে। সেই ভোটের কথা মাথায় রেখে দুই দলই তাদের রাজনৈতিক কৌশল সাজাচ্ছে।
আরেকদিকে, বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত আসন গুলোতে তৃণমূল কিছুটা হলেও ব্যাকফুটে আছে, কারণ বিজেপি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সবকটি বিধানসভায় জিতেছিল। আর এবারও বিষ্ণুপুরের প্রতিটি আসনে বিজেপি জয়লাভ করবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ প্রতিদিন প্রায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, এলাকাবাসীর দাবি, সৌমিত্র খাঁ এলাকার বেশ উন্নয়ন করেছেন এবং দিনে-রাতে মানুষের সাহায্যও করেছেন। এছাড়াও গোটা বিষ্ণুপুরে শেষ দুমাস ধরে সৌমিত্র খাঁ প্রতিটি ব্লকে ব্লকে মিটিং করেছেন এবং বিপুল সাড়াও পেয়েছেন।
সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন এবার বিষ্ণুপুরের সব কটি আসনে ভারতীয় জনতা পার্টি জিতবে। তিনি এও বলেছেন যে, তৃণমূল কার্যত বাঁকুড়া থেকে বিলুপ্ত হয়ে যাবে। তিনি জানান শেষ দশ বছরে বিষ্ণুপুরে বালি, কয়লা এবং জঙ্গলে কাঠ চুরি করেছে তৃণমূল এবং সরকারী টাকা থেকে কোটি কোটি টাকার কাটমানি খেয়েছে ওঁরা।
বিষ্ণুপুরে গত সপ্তাহে সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরে ময়দানে একটি জনসভা করেন তিনি। ওনার ওই সভার কারণে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ দেখা যায়, সভাতে সেরকম সাড়াও পাওয়া যায়নি বলে দাবি বিজেপি নেতৃত্বর। এলাকাবাসীরা দাবি করেন যে, যেই মাঠে সভা হয় সেটি বিষ্ণুপুর স্টেডিয়াম, আর সেটি সাংসদ তহবিলের টাকায় সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছিল কিন্তু একটি সভা মঞ্চ করে মাঠ নষ্ট করে দেওয়া হলো! এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
বাঁকুড়ার ইন্দাসে রবিবার বিধানসভা ভোট প্রচার করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, এছাড়া গতকাল বিষ্ণুপুরে সভা করেছেন দিলীপ ঘোষ, গৌতম গম্ভীর। এর আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদি বিপুল সমাবেশ করেছেন। আর প্রতিটি সভাতেই থিকথিকে ভিড় এবং জনাসমাগম দেখা গিয়েছিল।