বাংলাহান্ট ডেস্ক : তিনি “ডিস্কো ডান্সার”। আজও তার ডান্সিং স্টাইলে মুগ্ধ হন আট থেকে আশি। কিন্তু, ক্যারিয়ারের শুরুর দিকে মৃণাল সেনের ছবি মৃগয়ার দৌলতে জাতীয় পুরস্কারপ্রাপ্তি ঘটলেও সিনেদুনিয়ায় টিকে থাকার লড়াইটা একেবারেই সহজ ছিল না ডাল ভাতে বেড়ে ওঠা এই বাঙালি ছেলেটির। তিনি মিঠুন চক্রবর্তী। কিন্তু অনেক লড়াই, পরিশ্রম ও অনমনীয় জেদকে সম্বল করেই তিনি বলিউডে সাফল্য অর্জন করেন। সারাজীবন লড়াকু মানসিকতার মিঠুন চক্রবর্তীও একসময় ভেবেছিলেন শেষ করে দেবেন নিজের জীবন। সম্প্রতি সংবাদমাধ্যমের দৌলতে ডিস্কো ডান্সারের মনোভাব প্রকাশ পেতেই সামনে আসে তার জীবনের নানান অজানা কথা উঠে আসে।
কিন্তু, প্রশ্ন হল কবে এবং কেন এমন চিন্তা ভর করেছিল অভিনেতাকে? প্রাথমিক অস্বস্তি কাটিয়ে মিঠুন অবশ্য সোজাসাপটা ভাষাতেই জানিয়েছিলেন, ”সকলকেই লড়াই করতে হয়। কিন্তু আমাকে একটু বেশিই করতে হয়েছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল, আমি বোধহয় আমার লক্ষ্যে পৌঁছতে পারব না।” এমনকি, একটা সময় নানা কারণে কলকাতাতেও ফিরে আসতে পারবেন না বলেই ভেবেছিলেন। শুধু তাই নয়, পরিস্থিতি কারণে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি অভিনেতার সংযোজন, “আমার সকলের প্রতি উপদেশ, কখনও লড়াই বন্ধ করে জীবন শেষ করে দেওয়ার কথা ভাববেন না। আমি জন্মগত ভাবে একজন লড়াকু মানুষ। আমি হারতে শিখিনি। দেখুন, আজ আমি কোথায় পৌঁছেছি।”
৭২ বছরের অভিনেতা জীবনের কালো অধ্যায় নিয়ে কথা বলেছেন। তার কথায়, ”আগে আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতাম। এখন সবাই যার যার ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়ে নিজের ফোনেই ব্যস্ত থাকে।” নিজের বর্তমান অবস্থা বোঝানোর পাশাপাশি সামাজিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধ হারিয়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।