মিঠুনের সঙ্গে বিয়েটা ‘দুঃস্বপ্ন’ বলেছিলেন! প্রয়াত মহাগুরুর প্রথম স্ত্রী, কে ছিলেন তিনি?

বাংলাহান্ট ডেস্ক : মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে প্রেমের বিয়ে টিকেছিল মোটে চার মাস। চরম তিক্ততা নিয়ে শেষ হয়েছিল তাঁদের দাম্পত্য জীবন। কিন্তু তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছিল মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ‘প্রাক্তন স্ত্রী’র তকমা। হেলেনা লিউক। মহাগুরুর প্রথম স্ত্রী প্রয়াত হলেন গত রবিবার। আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আমেরিকায় প্রয়াত মিঠুনের (Mithun Chakraborty) প্রথম স্ত্রী

নৃত্যশিল্পী তথা অভিনেত্রী কল্পনা আইয়ার প্রথম জানান হেলেনার মৃত্যুর খবর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চলছিল চিকিৎসা। মৃত্যুর দিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ‘অদ্ভূত লাগছে, মিশ্র প্রতিক্রিয়া, অস্থির’। সেটাই ছিল তাঁর শেষ পোস্ট। বহু বছর আগেই মুম্বইয়ের পাট চুকিয়ে আমেরিকায় বসবাস শুরু করেছিলেন হেলেনা। তবে ঠিক কী কারণে, কোন অসুস্থতায় তাঁর মৃত্যু হয়েছে তা অজানা।

আরো পড়ুন : TRP তুলেও এত বড় ধাক্কা! রাতারাতি নায়িকা বদলে গেল Zee এর এই সিরিয়ালে!

মাত্র চার মাস টিকেছিল দুজনের বিয়ে

১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের ‘মর্দ’ ছবিতে একজন ব্রিটিশ রানীর চরিত্রে দেখা গিয়েছিল হেলেনাকে। এছাড়াও বেশ কয়েকটি বলিউড ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। তবে তিনি সবথেকে বেশি পরিচিত মিঠুনের (Mithun Chakraborty) প্রাক্তন স্ত্রী হিসেবে। ১৯৭৯ সালে বিয়ে হয়েছিল তাঁদের। সে সময় মিঠুনের জনপ্রিয়তা দেখেই তাঁর প্রেমে পড়েছিলেন হেলেনা। কিন্তু বিয়ের পরেই ভাঙে ভুল। মাত্র চার মাস পরে ওই বছরেই ভেঙে যায় তাঁদের সংসার।

আরো পড়ুন : সাত দিন ধরে নির্জলা উপোস, স্বামী নয়, এই অভিনেতার জন্য সাঁই বাবার কাছে ছুটে গিয়েছিলেন শ্রীদেবী!

মিঠুনের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন হেলেনা

পরবর্তীকালে মিঠুনের (Mithun Chakraborty) বিষয়ে মুখ খুলেছিলেন হেলেনা। এক সাক্ষাৎকারে অভিনেতার বিষয়ে বিষ্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। হেলেনা বলেছিলেন, ‘আমি শুধু ভাবি ওটা না হলেই ভালো হত। ওই আমাকে বুঝিয়েছিল যে ও আমার জন্য সবথেকে যোগ্য পুরুষ। আমার ব্রেনওয়াশ করতে সক্ষমও হয়েছিল।’

Mithun Chakraborty

মিঠুনের বিষয়ে তিনি আরো বলেছিলেন, ‘ও যদি সবথেকে ধনী ব্যক্তিও হয় তাও আমি ওর কাছে ফিরে যাব না। আমি তো খোরপোশও দাবি করিনি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল যা এখন শেষ হয়েছে। ও যখন আমাকে ভালোবাসার কথা বলেছিল, আমি সত্যি বিশ্বাস করেছিলাম। কিন্তু ওকে আরো ভালোভাবে জানার পর বুঝতে পেরেছিলাম, ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না’। মিঠুনের বিরুদ্ধে আরো কিছু বিষ্ফোরক অভিযোগ এনেছিলেন হেলেনা। কিন্তু প্রথম স্ত্রীকে নিয়ে কখনোই কিছু বলতে শোনা যায়নি মিঠুনকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর