বাংলাহান্ট ডেস্ক: বাংলা ছবির সুদিন ফিরে এসেছে। ১০ কোটি টাকা কামাচ্ছে বাংলা ছবি। ১০০ দিন ধরে হাউজফুল চলছে ছবি। এই সুদিন ফিরিয়ে এনেছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব (Dev) অভিনীত ‘প্রজাপতি’। মেগাস্টার মিঠুন টলিউডে ফিরতেই আসছে একের পর এক ছবির প্রস্তাব। বাংলাদেশি ছবিতেও সাইন করেছেন তিনি। পিছিয়ে নেই টলিউডের আরেক সুপারস্টার জিৎও (Jeet)। বাংলা ছবির জগতে ইতিহাস গড়তে চলেছে তাঁর ‘চেঙ্গিজ’।
সম্প্রতি প্রজাপতি ছবির ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেব এবং মিঠুন। দীর্ঘদিন পর ঘরের ছেলে ঘরে ফিরেছে। মিঠুনের ক্যারিশ্মা ফের প্রমাণ হয়ে গিয়েছে প্রজাপতিতেই। আগামীতে পরপর বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতে। বলিউডে তিনটি ছবিতে দেখা যাবে মিঠুনকে।
সংবাদ মাধ্যমের কাছে মহাগুরু বলেন, বাংলায় ‘কাবুলিওয়ালা’ ছবিতে অভিনয় করছেন তিনি। সুমন ঘোষের পরিচালনায় এবং শ্রীকান্ত মোহতার প্রযোজনায় এই ছবিতে ফিরবে রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’র নস্টালজিয়া। এছাড়াও একটি বাংলাদেশি ছবিতেও দেখা যাবে মিঠুনকে।
১২ বছর পর ওপার বাংলার ছবিতে ফিরছেন তিনি। ছবির নাম ‘হিরো’। অতি সম্প্রতি এই ছবির বিষয়ে অভিনেতার সঙ্গে কথা বলে গিয়েছেন বাংলাদেশি পরিচালক কামরুজ্জামান রোমান এবং চিত্রনাট্য লেখক আবদুল্লাহ জহির। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ছবির গল্প বাবা মেয়েকে নিয়ে।
মিঠুনের কথায়, কনটেন্ট ভাল হলে ছবি এমনিই ১০০ দিন চলবে। তাই যারা ছবি বানাচ্ছেন সেভাবে কনটেন্ট খুঁজে বানান। দর্শকদেরও বলা হচ্ছে বাংলা ছবির পাশে দাঁড়াতে। অন্যদিকে দেব বলেন, প্রজাপতি হিট হয়েছে মানেই যে প্রজাপতির মতো সব ছবিই হিট হবে এমন কোনো মানে নেই। দর্শক কী চায় সেটা যদি সব পরিচালক প্রযোজক বুঝত তাহলে তারা ভগবান হত, বক্তব্য দেবের।
কথায় কথায় ওঠে জিতের আসন্ন ছবি ‘চেঙ্গিজ’ এর প্রসঙ্গও। চেঙ্গিজের হাত ধরে বলিউডে পা রাখছেন জিৎ। একই সঙ্গে একই দিনে বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পেতে চলেছে এই ছবি, বাংলা ছবির জগতে যা প্রথম বার। এ বিষয়ে দেব বলেন, চেঙ্গিজ তাঁর খুব কাছের একজন মানুষের ছবি। তবে শুধু চেঙ্গিজ বলেই নয়, অন্য কোনো ছবি এই পদক্ষেপটা নিলেও সেটা শেষমেষ বাংলা ছবিরই জয়।