বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এখনও হাতে বেশ কিছুটা সময় বাকি। সেই সময়কেই কাজে লাগিয়ে ভোট প্রচারে ব্যস্ত বিজেপি (BJP) । এর বিজেপির এই ভোট প্রচারের অন্যতম প্রধান সৈনিক হিসেবে দেখা যাচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। জেলায় জেলায় জনসংযোগে মেতেছেন তিঁনি। বুধবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) বাসন্তীতে (Basanti) দেখা গেল সুপারস্টার এই অভিনেতাকে। এদিন রোড শো এর পাশাপাশি দলীয় সভাতেও অংশ নেন তিঁনি। তাঁকে সঙ্গ দিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কর্মসূচী শেষে এক দলীয় কর্মীর বাড়িতে পাত পেরে মধ্যাহ্নভোজনও সারেন অভিনেতা।
এদিন প্রকাশ্য জনসমাবেশ থেকে মিঠুন বলেন, ‘আমি লিডার নই, আপনাদের মতোই ক্যাডার। আমাকে বক্তৃতা দিতে বললে পারব না। আমি বক্তৃতা দিই না।’ এরপর সভায় উপস্থিত জনতা মহাগুরুর কাছে একটি ডায়লগ শুনতে চাওয়ার আবদার জানালে তিঁনি বলেন ‘আমি একটি ডায়লগই বলব।’ এরপর বক্তৃতার শেষে তিঁনি বলেন, “নাম তুফান। বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে। আর যখন যাই তখন সবাই তার অস্তিত্ব খুঁজে বেরায়।” মিঠুনের সুপারহিট ডায়লগে আনন্দের বাঁধ ভেঙে যায় উপস্থিত দর্শকদের। জনতার হাততালিতে মুখরিত হয়ে ওঠে জনসভা।
শুধু তাই নয়, ফেলেছিলেন, এরপর সিএএ প্রসঙ্গ তুলে তিঁনি বলেন, “আপনার কাছে আসল আধারকার্ড, আসল ভোটার পরিচয়পত্র থাকলে নাকে তেল দিয়ে ঘুমোন। কেউ আপানাকে এ দেশ থেকে বের করতে পারবে না।” এদিন মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছেও ভোট দেওয়ার আহ্বান জানান অভিনেতা।
এরপর গেরুয়া রাজ্য গুজরাত, উত্তরপ্রদেশ নির্বাচনের উল্লেখ করে অভিনেতা বলেন, “সেই সব রাজ্যে মুসলমানেরা সমর্থন জানিয়েছিল। গুজরাত নির্বাচনে মুসলমান ভাইবোনরা ভোট না দিলে এতো ভোটে জিতে আসত পারত। উত্তরপ্রদেশেও মুসলমানরা ভোট না দিলে এতো আসন পাওয়া যেত।” সবমিলিয়ে ভোট পূর্বে মহাগুরুর উপস্থিতি এদিন অন্যমাত্রা নিয়ে আসে বঙ্গ বিজেপির জনসভায়।