কলকাতার ভোটার হলেন মহাগুরু, মিঠুন চক্রবর্তীকে নিয়ে বাড়ছে জল্পনা

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতার ভোটার হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। গত ৭ ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় তাঁর উপস্থিতি এবং বিজেপিতে যোগদানকে ঘিরে উঠেছিল নানা প্রশ্ন। তাহলে কি বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি? এমন জল্পনাও দানা বেঁধেছিল।

সমস্ত জল্পনাকে আরও কিছুটা উস্কে দিয়ে কলকাতার ভোটার তালিকায় নাম উঠল মিঠুন চক্রবর্তীর। কাশীপুর-বেলগাছিয়া এলাকায় তাঁর বোনের বাড়ি থাকায়, সেই কেন্দ্রের ভোটার তালিকায় নাম উঠল মহাগুরুর। বিজেপিতে যোগ দেওয়ার আগে এই বোনের বাড়িতেই উঠেছিলেন তিনি।

20210307111L 1 696x392 1

মিঠুন চক্রবর্তীর মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা আরও বেড়ে গিয়েছে। ভোটার তালিকায় নাম তোলার পর এবার বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম থাকার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। আর একবার নির্বাচনে জিততে পারলেই মহাগুরুই হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী এমন খবরও ভেসে বেড়াচ্ছে।

প্রসঙ্গত ব্রিগেডের সভা মঞ্চে তিনি বলেছিলেন, ‘আমি গর্বিত আমি বাঙালি। বাংলায় বসবাসকারী মানুষকে আমি বাঙালি বলেই জানি। আমি জলঢোড়াও নই, বেলোবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। দাদা কখনই কোন কিছুতে ভয় পাননি আর পালিয়েও যাননি। দাদার উপর ভরসা রাখুন, কাউকেই পালাতে দেবেন না’।


Smita Hari

সম্পর্কিত খবর