অসুস্থ শরীর, ভাঙা হাতে প্লাস্টার নিয়েই ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইতে পথে মিঠুন চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামবেন বলে জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কাজেও তেমনটাই করলেন তিনি। বিচার চেয়ে পথে নামলেন মহাগুরু। এদিন ভাঙা হাত নিয়েই বিজেপির একটি মিছিলে যোগ দেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মিছিল থেকেই এদিন আমজনতার জন্য বার্তা দেন তিনি।

কথা মতোই আজ পথে নামেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)

স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত এদিন বিবেক জাগরণ মিছিল করে বিজেপি। সেখানেই যোগ দিয়েছিলেন মিঠুন (Mithun Chakraborty)। হাত ভেঙে গিয়েছে তাঁর। অসুস্থ অবস্থায় হাতে প্লাস্টার বেঁধেই মিছিলে অংশ নেন মিঠুন। এদিন একটি হুডখোলা জিপ গাড়িতে দেখা মেলে মহাগুরুর।

   

আরো পড়ুন : ‘পুজোয় আছি, উৎসবে নেই’, ছবি বয়কটের ডাক উঠতেই সাফাই স্বস্তিকার

আন্দোলন নিয়ে সরব মহাগুরু

এর আগে আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেও এই প্রথম রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন মিঠুন (Mithun Chakraborty)। তিনি বলেন, এই বাংলাকেই তিনি দেখতে চেয়েছিলেন। সবাই নিজেদের মতো প্রতিবাদ করছে দেখে তাঁর ভালো লাগছে। এই আন্দোলনে কোনো রাজনীতির রঙ লাগতে না দেওয়ার কথা বলে মিঠুন (Mithun Chakraborty) মন্তব্য করেন, তিনি নিজেও রাজনীতি নিয়ে কিছু বলবেন না। নয়তো লোকে বলবে, বিজেপির লোক বলছে।

আরো পড়ুন : এইডস আক্রান্ত নায়ক, মুখ ফেরায় ইন্ডাস্ট্রি, মাত্র ১ টাকায় অভিনয় করতে রাজি হন সলমন

মিঠুন (Mithun Chakraborty) বলেন, তিনি অনেক দিন ধরেই বলে আসছেন যে আগামীতে পশ্চিমবঙ্গের অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছেন। এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির জন্যও সুর চড়ান মিঠুন (Mithun Chakraborty)।

Mithun Chakraborty

প্রসঙ্গত, আরজিকর এর ঘটনার পর এক মাস ইতিমধ্যেই অতিবাহিত। ঠিক এক মাসের মাথায় সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে উপরন্তু আরো এক দফা দাবি বাড়িয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ অব্যাহত রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি জানিয়ে তাঁরা জানিয়েছেন, দাবিগুলিকে মান্যতা না দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর