গভীর রাত অবধি বিজেপি নেতার সাথে বৈঠক মিঠুন চক্রবর্তীর, কি আলোচনা হলো জানালেন কৈলাস বিজয়বর্গীয়

শনিবার রাতেই কলকাতায় এসে পৌঁছাচ্ছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। রবিবার  নরেন্দ্র মোদীর (narendra modi) ব্রিগেডের (brigade) সভায় তাঁর উপস্থিত থাকার জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, ব্রিগেডের সভাতেই বিজেপিতে (bjp) যোগও দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। জানা গিয়েছে মোদী আসার আগেই সভায় উপস্থিত হবেন মিঠুন। থাকবেন পুরো সময়টাই। মনে করা হচ্ছে, বিজেপিতে যোগ দেওয়ার জন‍্য এই বিশেষ দিনটিকেই বেছে নিয়েছেন মিঠুন।

লক্ষণীয় বিষয় যে, ব্রিগেডের আগের দিন শনিবার গভীর রাত অবধি কৈলাস বিজয়বর্গীয়র সাথে বৈঠক করেন মিঠুন চক্রবর্তী।  এই বৈঠকে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। তবে কৈলাস বিজয়বর্গীয় এই বৈঠক নিয়ে টুইট করেন। তিনি টুইটে লিখেছেন, “আজ গভীর রাত অবধি কলকাতার বেলগাছিয়ায় সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা মিঠুন দার সাথে বৈঠক হয়েছে। উনার দেশভক্তি ও গরিবদের প্রতি প্রেমের কাহিনী শুনে মন আনন্দিত হলো। “

অভিনেতার বিজেপি যোগ নিয়ে জল্পনার আগুনে ঘি আগেই পড়েছিল যখন সরস্বতী পুজোর দিন মিঠুনের বাড়িতে RSS প্রধান মোহন ভাগবতের আসার খবর মেলে। সুপারস্টার অভিনেতার মুম্বইয়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক সারেন মোহন ভাগবত।

মিঠুনের মুম্বইয়ের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক সারেন RSS প্রধান। তবে বৈঠকের বিষয় কি ছিল সেই বিষয়ে আলোকপাত করেননি কোনো পক্ষই। বরং বিজেপিতে যোগদানের বিষয়ে মিঠুনকে প্রশ্ন করা হলে তিনি জল্পনা উড়িয়ে জানিয়েছিলেন, নেহাৎ আধ‍্যাত্মিক সম্পর্ক থাকার কারণেই মোহন ভাগবতের সমঙ্গে তাঁর সাক্ষাৎ। সপরিবারে তাঁকে নাগপুর আসার আমন্ত্রণও নাকি জানান RSS প্রধান।

এর আগেও অবশ‍্য ২০১৯ সালে আরএসএস এর সদর দফতর নাগপুরে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক সারেন মিঠুন। তবে এবারে কোনো পক্ষই এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। ২০১৬ তেই তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন। এবার মোহন ভাগবতের সঙ্গে সেই সাক্ষাৎকার ও মোদীর সভায় মিঠুনের উপস্থিত থাকার জল্পনা, দুটো মিলিয়ে দুয়ে দুয়ে চার করতে কারোরই অসুবিধা থাকার কথা নয়। তবে জল্পনা সত‍্যি করে মিঠুন সত‍্যিই বিজেপিতে যোগ দেন কিনা সেটাই এখন দেখার।


সম্পর্কিত খবর