‘দেবকে ভয় দেখাতে চেয়েছিল’! প্রজাপতির সাফল্য পার্টিতে বিস্ফোরক মহাগুরু মিঠুন

বাংলা হান্ট ডেস্কঃ ২৫ দিন ধরে হইহই করে চলছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেব (Dev) অভিনীত প্রজাপতি (Projapoti)। শুধুই রাজ্যে নয়, ভালো ফল মিলেছে গোটা দেশে থেকে। একদিকে ছবির সাফল্যের জন্য যেমন জোর চৰ্চা চলছে, তেমনি সমানভাবে খবরের শিরোনামে উঠে এসেছে রাজনৈতিক বিতর্কের কারণেও।

এবার সেই ‘প্রজাপতি’ বিতর্কেই ফের মুখ খুললেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। পূর্বে এই বিতর্কে নাম লিখিয়েছেন কুণাল ঘোষ, দিলীপ ঘোষ থেকে শুরু করে বহু রাজনৈতিক নেতা। সোমবার ছবির টিমের তরফের আয়োজিত পার্টিতে বিস্ফোরক মন্তব্য করে মিঠুন বলেন, ‘দেবকে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল। কারণ উনিই এখন পার্টির শেষ কথা। তবে দেব ভয় পায়নি। অভিনেতা হিসেবে উত্তর করেছে।’ পাশাপাশি ছবি নন্দনে জায়গা না পাওয়া নিয়ে তিঁনি বলেন, ‘নন্দনের কমিটিতে কারা, আগে তাঁদের নাম জানতে চাই’।

তবে কো-অভিনেতার এই মন্তব্য সমর্থন করেনি তৃণমূল সাংসদ দেব। এদিন মিঠুনের এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা দেব বলেন, ‘না না আমাকে কেউ ভয় দেখায়নি। এটা মিঠুনদার ব্যক্তিগত মত। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটা বাংলা সিনেমার জয়। তাই কে কী বলল সেই বিতর্কে আর যেতে চাইছি না। মিঠুনদার সঙ্গে আমার স্নেহের সম্পর্ক। আগে থেকেই ঠিক ছিল ২৫ দিনের সাকসেস পার্টিতে উনি আমাদের সঙ্গে থাকবেন। আমার মনেও নন্দন নিয়ে আর ক্ষোভ নেই। আমরা নন্দন চেয়েছিলাম কারণ চেয়েছিলাম অনেক বেশি মানুষ ছবিটা দেখুক। আর সেটা হয়েছে।’

এরপর রাজনীতির প্রসঙ্গ উঠলে দেব সাফ জানান, ‘আমি দাদার প্রশ্নের উত্তর দেব না। দাদা পার্টি এনজয় করুক। আসলে আমাদের দেশে সবকিছুর সঙ্গে রাজনীতির রং লাগানো হয়। আমি তাঁর উর্দ্ধে থাকি, বিরুদ্ধেও। আমি এমন কোনও মন্তব্য করব না যেখানে কাউকে ছোট করে আমার সিনেমাকে বড় করা হবে। ২৫ দিন ধরে প্রজাপতি চলছে। গোটা দেশে মানুষ বাংলা ছবি নিয়ে কথা বলছে। সেই ছবির প্রযোজক আর অভিনেতা আমি। এর থেকে বড় কিছু হতে পারে না। ছবি হিট হয়, ব্লকবাস্টার হয়, তবে প্রজাপতি একটা ইমোশন।’

projapoti

তবে এদিন ছবির সাফল্যে দেবের মধ্যে উচ্ছাস ছিল বাঁধনছাড়া। তিঁনি বলেন, ‘অনেকদিন পর মানুষ বাংলা ছবি নিয়ে কথা বলছে। সারা ভারতে ছবি মুক্তি পেলেও বেশিরভাগ প্রথম সপ্তাহের পর নেমে যায়। তবে এটা চলেছে। ২৫তম দিনে চলেছে মানে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহেও চলবে। এরপর প্রজাপতি মুক্তি পাবে বহির্বিশ্বে। ৩ ফেব্রুয়ারি ছবির বিশ্বব্যপী মুক্তির কথা রয়েছে। এমন অনেক দেশে প্রজাপতি যাবে যেখানে আগে কোনও বাংলা সিনেমাই যায়নি।’ পাশাপাশি তারকা জানান, গোটা বিশ্বে প্রজাপতির মুক্তির কথা চলছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর