আমি মুখে কিছু বলব না, সব বুঝে নিতে হবে, এক ছোবলে ছবিঃ মিঠুন চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নানা সভা সমাবেশে উপস্থিত হচ্ছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। যোগ দিচ্ছেন রোড শোতেও। সেইসঙ্গে দেখা যাচ্ছে উপছে পড়া জনজোয়ার। বাংলার মানুষকে বিজেপির ধর্মে দীক্ষিত করার বার্তা দেওয়ার পাশাপাশি, চলছে তৃণমূলকে কোণঠাসা করার প্রচেষ্টাও।

মঙ্গলবার হুগলির উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে এক জনসভায় অংশ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে তাঁকে দেখতে অসংখ্য মানুষের ঢল নেমে পড়েছিল। সেই সভা থেকেই নতুন ভূমিকায় ধরা দিলেন মহাগুরু। নাম না করেই বিজেপি কর্মী সদস্যদের বুঝিয়ে দিয়ে বিরোধীদের বার্তা দিলেন মহাগুরু।

bcbkbsdcb

মঞ্চে উঠতেই তাঁকে তাঁর ছবির সংলাপ শোনাতে অনুরোধ করেন উপস্থিত জনতা। আর তখনই নাম না করেই বিরোধীদের কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী। ‘অভিমন্যু’ ছবির সেই বিখ্যাত সংলাপ স্মরণ করিয়ে বললেন, ‘আমি মুখে কিছু বলব না, সব বুঝে নিতে হবে। এক ছোবলে ছবি’।

Smita Hari

সম্পর্কিত খবর