‘অপরাধীদের হাত পা কেটে মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত’, আরজিকর নিয়ে বিষ্ফোরক মিঠুন

বাংলাহান্ট ডেস্ক : জনপ্রিয়তার নিরিখে এখনো অনেক প্রথম সারির টলিউড অভিনেতাদের টেক্কা দিতে পারেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাংলা এবং হিন্দি দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই রাজত্ব করেছেন তিনি দীর্ঘদিন। মাঝে বাংলা থেকে খানিক সরে গেলেও ‘প্রজাপতি’র হাত ধরে স্বমহিমায় ফিরেছেন মিঠুন (Mithun Chakraborty)। এবার পুজোয় তিনি পর্দায় ধরা দিচ্ছেন ‘শাস্ত্রী’ হয়ে। অশান্ত সময়ের মাঝে মুক্তি পাচ্ছে ছবি। মিঠুন নিজেও কাজ করছেন ভাঙা হাত নিয়ে।

ভাঙা হাত নিয়েই কাজ করছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)

বয়স বেড়েছে, শরীরও অশক্ত হয়েছে। কিন্তু কাজ থামানননি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সংবাদ মাধ্যমকে মহাগুরু জানান, বেকায়দায় সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙেছিলেন তিনি। অস্ত্রোপচার হওয়ার কিছুদিন পর আবার পড়ে গিয়ে আঘাত লাগা জায়গাতেই ফের চোট পান। এখন ব্যথা কমানোর ওষুধ নিয়ে কাজ করছেন মিঠুন (Mithun Chakraborty)। কিছুদিন আগেও হাতে প্লাস্টার বাঁধা অবস্থাতেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে যোগ দিয়েছিলেন তিনি।

আরো পড়ুন : বাড়ি ভাড়া দিচ্ছেন বলিউড তারকারা, এক রাতের রাজা হতে গেলে পকেট থেকে কত খসবে!

দশক পেরিয়ে ফের অভিনয় দেবশ্রীর সঙ্গে

ছেলে বউ নিয়ে সংসার করা এক সাধারণ মানুষের ‘শাস্ত্রী’ হয়ে ওঠার গল্প বলবে এই ছবি। বহু বছর পর দেবশ্রী রায়ের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে মিঠুনকে (Mithun Chakraborty)। তবে অভিনেতার কথায়, অনেকদিন পর একসঙ্গে কাজ করলেও আলাদা করে কোনো উত্তেজনা হয়নি তাঁর। আসলে একসঙ্গে এত কাজ করেছেন দুজনে একসঙ্গে, এক সময় অভিনেত্রীদের বাড়িতেই থাকতেন মিঠুন (Mithun Chakraborty)। তাই এখন আর নতুন করে উত্তেজনা হয় না, বক্তব্য মিঠুন চক্রবর্তীর।

আরো পড়ুন : TRP তুলতে মোক্ষম চাল! শ্যামলীর সংসারে কালনাগিনী হয়ে আসছে কে! বড় ট্যুইস্ট সিরিয়ালে

ছবির প্রচার নিয়ে বললেন মিঠুন

অন্যবারের থেকে এবারে পুজো অনেকটাই আলাদা। আরজিকর কাণ্ডের ছায়ায় ম্লান পুজোর আমেজ। অনেকে পুজো বয়কট করার, ছবি না দেখার ডাকও দিচ্ছেন। এ প্রসঙ্গে মিঠুন (Mithun Chakraborty) বলেন, যাঁরা দেখবেন না সেটা তাঁদের ব্যাপার। ছবি দেখার মঞ্চ এখন বেড়েছে। আগের মতো পরিবারের সকলে মিলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার আমেজটা আর নেই। তবে মিঠুনের (Mithun Chakraborty) মতে, পুজোতেই ছবি দেখার আসল সময়। অন্যদিকে শাস্ত্রীর প্রযোজক সোহম চক্রবর্তীও বলেন, ব্যবসার দিক দিয়ে দেখতে গেলে পুজোই ছবি রিলিজ করার জন্য আদর্শ সময়। আর প্রথম থেকেই তাঁদের লক্ষ্যও ছিল সেটাই। সোহম বলেন, শাস্ত্রীতে যাঁরা অভিনয় করেছেন প্রত্যেকে দক্ষ অভিনেতা। নিজেদের পরিশ্রম নিয়ে তাঁরা আত্মবিশ্বাসী। বাকিটা ভাগ্যের হাতেই ছেড়েছেন সোহম।

Mithun Chakraborty

শাস্ত্রী ছবিতে জ্যোতিষ চর্চার বিষয় রয়েছে। বাস্তব জীবনে এতে কতটা বিশ্বাসী মিঠুন (Mithun Chakraborty)? মহাগুরু বলেন, তিনি বিজ্ঞানেও বিশ্বাস করেন, আবার জ্যোতিষেও বিশ্বাস করেন। তাঁর মতে, জ্যোতিষও একটা বিজ্ঞান। তবে তিনি কোনো আংটি পরেন না। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে পথে নেমেছিলেন মিঠুন। আবার ছবির প্রচারও করতে হবে এই পরিস্থিতিতেই। মিঠুনের কথায়, সকলের মধ্যেই একটা মানসিক দ্বন্দ্ব কাজ করছে। একজন অভিনেতা এবং রাজনীতিবিদ হিসেবে তাঁকে এ বিষয়ে বুঝে কথা বলতে হচ্ছে। কিন্তু একজন সাধারণ হিসেবে তাঁর মনে হচ্ছে, অপরাধীদের সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া উচিত। হাত পা কেটে দেওয়া উচিত। তবে গণতান্ত্রিক দেশে এমনটা তিনি বলতে পারেন না বলেও মন্তব্য করেন মিঠুন।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর