বাংলাহান্ট ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala) গল্পটির সঙ্গে বাঙালির আত্মিক যোগ। সেই কাবুলিওয়ালা ও তার ‘খোঁকি’কে বড়পর্দায় নিয়ে এসেছিলেন পরিচালক তপন সিনহা। কাবুলিওয়ালার চরিত্রে ছবি বিশ্বাসের অভিনয় এখনো চোখে লেগে রয়েছে সিনেপ্রেমীদের। এবার পালা নতুন ‘কাবুলিওয়ালা’র আগমনের। আর তার জন্যই কোমর বাঁধছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
পরিচালক সুমন ঘোষ আবারো ফিরিয়ে আনছেন কাবুলিওয়ালাকে। আর এই চরিত্রে প্রথম বার বড়পর্দায় দেখা যাবে মিঠুনকে। এ খবর আগেই পাওয়া গিয়েছিল এবং যথেষ্ট শোরগোলও হয়েছিল। মিঠুন নিজেও সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছিলেন কাবুলিওয়ালা করার কথা। তবে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে রবি ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি হলেও তপন সিনহার ছবি কিংবা ছবি বিশ্বাসের চরিত্রটির সঙ্গে দর্শকরা কোনো মিল পাবেন না নতুন ছবির।
জানা যাচ্ছে, মূল গল্প একই রেখে সময়ের প্রেক্ষাপটটা বদলাতে চলেছেন পরিচালক সুমন ঘোষ। সমসাময়িক পরিস্থিতির সঙ্গে মানানসই হয়ে উঠবে কাবুলিওয়ালা এবং মিনি চরিত্র দুটি। প্লট নিয়ে অবশ্য এখনি কিছু ভেঙে বলেননি মিঠুন। তবে জানা যাচ্ছে, কলকাতার পাশাপাশি আফগানিস্তান এবং লাদাখেও এই ছবির শুটিং করা হবে।
উল্লেখ্য, পরিচালক সুমন ঘোষের সঙ্গে আবারো ১১ বছর পর হাত মেলাচ্ছেন মিঠুন। তাঁর পরিচালনায় ‘নোবেল চোর’ ছবিতে দেখা গিয়েছিল মিঠুনকে, যে ছবি মুক্তি পেয়েছিল ২০১২ সালে। অন্যদিকে এসভিএফ প্রযোজিত ‘রকি’ ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন। এই ছবির হাত ধরেই অভিনয়ে পা রাখেন তাঁর বড় ছেলে মিমো।
সে ছবি অবশ্য মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু মিঠুনের সঙ্গে কাজ করার ইচ্ছা নাকি বরাবরই ছিল এসভিএফ মালিকদের। অবশেষে চিত্রনাট্য পছন্দ হওয়াতে নাকি রাজি হয়েছেন মিঠুন। তবে কাবুলিওয়ালার চরিত্রে মহাগুরু থাকলেও মিনি সহ অন্য চরিত্রে কোন অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।