একবছর পর বাংলায় ফিরলেন ‘ঘরের ছেলে’ মিঠুন! সাক্ষাৎ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে, নেপথ্যে কি কারণ?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আর দু বছরও বাকি নেই! এর মাঝে দেশে বেশ কয়েকটি রাজ্যকে চিহ্নিত করে সেখানে নির্বাচনে প্রাক্কালে ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপি নেতৃত্ব। সেই পরিকল্পনামাফিক লোকসভা ভোটে বাংলাতেও জয়ের রথ অব্যাহত রাখতে মরিয়া তারা। বিগত বেশ কয়েকটি নির্বাচনে বাংলার বুকে ফল প্রত্যাশা ছুঁতে পারেনি আর সেই কারণেই কি এবার বঙ্গের হাল ধরার জন্য নিয়ে আসা হতে চলেছে মিঠুন চক্রবর্তীকে? আপাতত এই জল্পনা মাঝে ক্রমশ সরগরম হয়ে পড়ছে বঙ্গ রাজনীতি।

দীর্ঘ এক বছরের বেশি সময় পর বাংলা ফের একবার তাদের ঘরের ছেলে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তীর বিমান কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আজ কলকাতায় রাজ্য বিজেপির সদর দপ্তরে পৌঁছে যেতে পারেন বাংলার এই সুপারস্টার। এক্ষেত্রে বিজেপি শীর্ষ নেতৃত্বর সঙ্গে দেখা করে কি আগামী দিনের সকল পরিকল্পনা স্থির করা হতে চলেছে, উঠছে প্রশ্ন।

সাম্প্রতিক সময় বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “খুব শীঘ্র মহানগরীতে আসতে চলেছেন মিঠুন চক্রবর্তী। যদি সবকিছু ঠিকঠাক থাকে আর ওনার শরীর সুস্থ থাকে, তবে আগামী মঙ্গলবার আমাদের সদর দপ্তরে আসবেন তিনি।” তবে বর্তমানে সুত্র মারফত খবর মিলছে যে, কোন বাধা-বিপত্তি সৃষ্টি না হলে এর ঠিক একদিন আগে তথা আজই কলকাতার বিজেপি দপ্তরে এসে পৌঁছবেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল দল ছেড়ে পদ্মফুল শিবিরে যোগদান করেন মিঠুন। ফলে ঘাসফুল শিবির থেকে বিজেপিতে যোগদান করা নেতা-নেত্রীদের মধ্যে উল্লেখযোগ্য নাম ছিল তাঁর-ই। এমনকি, বেশ কয়েকটি মহল থেকে দাবি করা হয় যে, বিজেপি ক্ষমতায় আসলে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন এই তৃণমূলী! সেই সময় বিজেপির হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচার করতেও দেখা যায় তাঁকে। যদিও শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় বিজেপির আর এরপরেই গত এক বছরের বেশি সময় ধরে বাংলাতে আর দেখা যায়নি ‘ঘরের ছেলে’-কে।

jpg 20220704 113055 0000

তবে এদিন অবশেষে কলকাতায় পা রাখলেন মিঠুন। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের পর থেকে যেভাবে পরবর্তী নির্বাচনগুলিতে বিজেপির ভরাডুবি হয়েছে এবং একের পর এক নেতা বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দিয়ে চলেছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিতে মিঠুনের এই অন্তর্ভুক্তি জল্পনার সৃষ্টি করেছে। তবে কি পুনরায় একবার বিজেপিতে সক্রিয়ভাবে যুক্ত হতে চলেছেন তিনি, এ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। যদিও রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি, তবে কলকাতায় বিজেপির সদর দপ্তরে মিঠুনের প্রথমবারের জন্য পা রাখার মধ্যে দিয়ে সেই জল্পনা বাস্তব রূপ নিতে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর