আমার নব্বইয়ের দশকের অভিনীত ছবির সঙ্গে কোনো পার্থক‍্য নেই ‘পুষ্পা’র: মিঠুন চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক: তেলুগু ছবি ‘পুষ্পা: রাইজ’ (pushpa) সারা ভারতীয় চলচ্চিত্র জগতের রূপটাই বদলে দিয়েছে। আল্লু অর্জুনের ছবি তুমুল জনপ্রিয় হয়েছে বক্স অফিসে। হিন্দি সংষ্করণটির বক্স অফিস সংগ্রহই ছাড়িয়েছে ১০০ কোটি। পুষ্পা জ্বর ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। কিন্তু মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty) বক্তব‍্য, তিনি নব্বইয়ের দশকে যেসব ছবি করেছেন পুষ্পা সেই গোত্রের।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে পুষ্পা ও আল্লু অর্জুনের প্রতি ভালবাসা জাহির করেন মিঠুন। তবে অভিনেতার কথায়, প্রযুক্তি আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। অগ্রসর হয়েছি আমরা। কিন্তু গল্পের ধরন একই রয়ে গিয়েছে। ঘুরেফিরে সেই চার পাঁচটা অনুভূতিতেই ফিরে আসে মানুষ। কারণ রাগ, রোম‍্যান্স, সম্পর্কটা বদলানো যায় না।

1609196337 5fea6331cf32f mithun
এরপরেই আল্লু অর্জুনের ‘পুষ্পা’র উদাহরণ টেনে মিঠুন বলেন, “আল্লু অর্জুনের ছবি পুষ্পা দেখুন। এটা একটি সিঙ্গল স্ক্রিন ছবি। কীভাবে এটা এত বড় হিট হল? কারণ মানুষ এটার সঙ্গে একাত্ম হতে পারছে।” তিনি জানান, পুষ্পার সঙ্গে তাঁর আশি ও নব্বইয়ের দশকের ছবিগুলির বেশ মিল রয়েছে। আল্লু অর্জুনের সুপার স্টারডম ছবিতে দারুন সময় মতো ব‍্যবহার করা হয়েছে। সে কারণেই দর্শকদের পছন্দ হয়েছে ছবিটি। মিঠুন জানান, আল্লু অর্জুন তাঁর প্রিয় অভিনেতা।

আগামীতে ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন মিঠুন। ৪৫ বছরে ৩৫০ টি ছবিতে অভিনয় করছেন। তাই নতুন করে ডেবিউ কথাটা শুনলে অদ্ভূত লাগে। এতদিনের দীর্ঘ কেরিয়ারের পর নতুন করে ডেবিউ কথাটা শুনলে অদ্ভূত তো লাগবেই

গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল পুষ্পা: দ‍্য রাইজ। তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষাতেও ডাবিং করা হয়েছিল এই ছবির। মুক্তির দেড় মাস পরেও ছবিটি নিয়ে উন্মাদনা এতটুকুও কমেনি। এই প্রথম আল্লু অর্জুনের কোনো ছবির হিন্দি সংষ্করণ প্রেক্ষাগৃহে মুক্তি পেল। আর প্রথম ছবিতেই ম‍্যাজিক দেখালেন তিনি। অত‍্যন্ত জনপ্রিয় ছবি বাহুবলীর রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে পুষ্পা।

pushpa trailer teaser 1200
সূত্রের খবর বলছে, এটাই প্রথম ছবি যা মুক্তির প্রথম দিনে মাত্র ৩ কোটি টাকার ব‍্যবসা করেও আজ ১০০ কোটি টাকার মাইলফলক পার করেছে। উল্লেখ‍্য, ইতিমধ‍্যেই কিন্তু OTT প্ল‍্যাটফর্মে মুক্তি পেয়েছে পুষ্পা। তা সত্ত্বেও দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করছেন। এর আগে পরিচালক এস এস রাজামৌলির বাহুবলী ছবিটি প্রথম দিনে ৫ কোটি টাকার ব‍্যবসা করে মোট ১১৭ কোটি টাকার ব‍্যবসা করেছিল। কিন্তু পুষ্পা সেই রেকর্ডটাও ভেঙে দিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর