রয়েছে চার চারজন সন্তান, কেউ কোনোদিন ‘বাবা’ বলে ডাকেনি! আক্ষেপ মিঠুনের

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার হওয়ার পাশাপাশি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) একজন ফ্যামিলি ম্যানও বটে। ইন্ডাস্ট্রির বহু নায়িকাকেই নিজের প্রেমে পড়তে বাধ্য করেছেন তিনি। কিন্তু শেষমেষ মিঠুনের মন জয় করে নেন অভিনেত্রী যোগিতা বালি। চার ছেলে মেয়েকে নিয়ে এখন ভরা সংসার তাঁদের। কিন্তু একটা আক্ষেপ রয়ে গিয়েছে মিঠুনের। ছেলেমেয়েদের মুখে কোনোদিন ‘বাবা’ ডাক শুনতে পাননি তিনি।

মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো অভিনয়ে পা রাখার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সাফল্য পাননি। মেজ ছেলে উশ্মে চক্রবর্তী আর সবথেকে ছোট ছেলে নমশি চক্রবর্তী। আর এক মেয়েও রয়েছে মিঠুনের, দিশানী চক্রবর্তী। কিন্তু একজনের মুখ থেকেও ‘বাবা’ ডাকটা কোনোদিন শুনতে পাননি প্রবীণ অভিনেতা।

mithun chakraborty6 jpg

সুপার ডান্সার ৩ তে একবার বিষয়টা নিজের মুখেই জানিয়েছিলেন মিঠুন। তিনি জানিয়েছিলেন, চার ছেলেমেয়ে থাকা সত্ত্বেও কারোর মুখ থেকেই বাবা ডাক শোনেননি তিনি। এমন কেন? ব্যাপারটা বুঝিয়ে বলতে গিয়ে মিঠুন জানিয়েছিলেন, তাঁর বড় ছেলে মিমোর ছোটবেলায় কথা ফুটতে একটু সময় লেগেছিল। ৪ বছর বয়সে প্রথম কথা বলে মিমো। কিন্তু তখনো মিঠুনকে বাবা বলে ডাকেনি মহাক্ষয়।

‘মিঠুন’ বলেই বাবাকে ডাকতে শুরু করেছিলেন ছোট্ট মিমো। চিন্তিত হয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন মিঠুন। তবে চিকিৎসক অভিনেতাকে আশ্বস্তই করেছিলেন। বলেছিলেন, মিঠুন ছেলেকে কথা বলতে অনুপ্রাণিত করছেন। শুধু মিমো নয়, তাঁর ভাই বোনরাও ছোটবেলায় মিঠুনকে তাঁর নাম ধরেই ডাকতেন।

প্রসঙ্গত, একটি বাংলা ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন মহাক্ষয়। কিন্তু বিন্দুমাত্র সাফল্য না পাওয়ায় অভিনয় ছেড়ে দেন তিনি। উশ্মেকে এখনো বলিউডে দেখা যায়নি। আর ছোট ছেলে নমশি খুব শীঘ্রই পা রাখতে চলেছেন অভিনয়ে। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ব্যাড বয়’ ছবিতে দেখা যাবে তাঁকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর