বাংলাহান্ট ডেস্ক: তাঁকে কেউ পছন্দ করে, কেউ আবার অপছন্দ করে। কিন্তু তাঁর ক্যারিশ্মা উপেক্ষা করার সাধ্য কারোর নেই। তিনি সলমন খান (Salman Khan), বলিউডের ভাইজান। তবে সকলেই যে তাঁকে পছন্দ করেন, এমনটা কিন্তু নয়। বরং অনেকের কাছেই সলমন চক্ষুশূল। তাঁর বিরুদ্ধে অভিযোগও কম নেই। কিন্তু সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) কাছে কিন্তু সলমন সত্যিই বড় হৃদয়ের একজন মানুষ।
মিঠুনের মতে, সলমনকে অনেকেই ভুল বোঝেন। যখন তাঁর পাশে কেউ ছিল না তখন সেলিম খান এবং সলমন খানই ছিলেন তাঁর পাশে। খান পরিবারের কাছে তিনি কৃতজ্ঞ থাকবেন বলেও জানান মহাগুরু। শুধু তাই নয়, মিঠুনের কথায়, সলমন হলেন ‘শেরদিল’।
এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর দিকে খান পরিবারের অবদান নিয়ে মুখ খুলতে দেখা যায় মিঠুনকে। তিনি বলেন, সলমন এমন একজন মানুষ যাকে প্রথম দেখাতেই মানুষ ভালবেসে ফেলবে। তাঁর একটি ছবিতে সলমন সহ পরিচালক হয়েছিলেন। শুটিংয়ের সময়ে তাঁর পাশে এসে বসে থাকতেন ভাইজান।
অবশ্য মিঠুন বলেন, প্রথম যখন তাঁর সলমনের সঙ্গে আলাপ হয় তখনো তিনি ‘সলমন খান’ হয়ে ওঠেননি। বাবা সেলিম খানের নামেই ছিল তাঁর পরিচয়। মিঠুন জানান, তাঁর কেরিয়ারের শুরুতে সেলিম খান সবসময় তাঁর সঙ্গে থেকেছেন। তাঁর সঙ্গে স্ট্রাগল করেছেন। সেলিমই নাকি প্রথম মিঠুনকে বলেছিলেন, তাঁর অভিনেতা হওয়া উচিত। একটি ছবিতে তাঁকে কাস্ট করানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন সেলিম। কিন্তু ভাগ্য সাথ দেয়নি।
মিঠুন বলেন, খান পরিবারের কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। সেলিমের সামনে তিনি এখনো মাথা তুলে তাকাতে পারেন না। কিন্তু সলমনের সঙ্গে তাঁর সম্পর্কটা অন্য রকম। সলমন তাঁকে বড় দাদা হিসাবে দেখেন। অনেক গোপন কথা শেয়ার করেন তাঁরা। এমনকি মিঠুন এও বলেন, মাঝে মাঝে সলমন নিজেকে চালাক দেখান। কিন্তু তিনি মুখ খুললে পালাবার পথ পাবেন না ভাইজান।