পদ্মভূষণের পর দাদাসাহেব ফালকে, ‘কম সংগ্রাম করেছি…’, আবেগতাড়িত মিঠুন

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে দাদাসাহেব ফালকে পুরস্কার উঠল মেগাস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) হাতে। ৮ ই অক্টোবর ৭০ তম জাতীয় পুরস্কার প্রদান মঞ্চেই মহাগুরুর হাতে তুলে দেওয়া হয় দাদাসাহেব ফালকে পুরস্কার। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে হাতে এই পুরস্কারে সম্মানিত করেন মিঠুনকে। দীর্ঘদিন পর মিঠুনের (Mithun Chakraborty) হাত ধরেই ফের একজন বাঙালি সম্মানিত হল দাদাসাহেব ফালকে পুরস্কারে।

পদ্মভূষণ নিয়ে প্রতিক্রিয়া মিঠুনের (Mithun Chakraborty)

শুধু দাদাসাহেব ফালকে নয়, চলতি বছরের শুরুতেই পদ্মভূষণ সম্মানের প্রাপক হিসেবেও ঘোষণা করা হয়েছিল মিঠুনের (Mithun Chakraborty) নাম। এদিন এই পুরস্কার নিয়েও নিজের প্রতিক্রিয়া জানান তিনি। মিঠুন বলেন, ‘আমি ভাবলাম সবাই তো পদ্মভূষণ পাচ্ছেন। তবে আমি কেন নয়? আমার থেকে বয়সে ছোট যাঁরা তাঁরাও পেয়েছেন এই সম্মান, কিন্তু আমি না। তবে অবশেষে আমি তা পেয়েছি’।

আরো পড়ুন : সদ্য সেরেছেন তৃতীয় বিয়ে, বছর ঘোরার আগেই ‘গুড নিউজ’ শোনালেন কাঞ্চন

কী বললেন মিঠুন

দাদাসাহেব ফালকে প্রাপ্তি নিয়েও প্রতিক্রিয়া জানান মিঠুন (Mithun Chakraborty)। আবেগতাড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কি বলব আমি! এত বড় সম্মান, আমি শুধু ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। যে সংগ্রাম আমি করেছি, ঈশ্বর আমাকে সব ফিরিয়ে দিয়েছেন। আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না’।

আরো পড়ুন : ‘খালি কোলে উঠতে চাইতাম’, ২২ বছরের সৌমিতৃষা বলছেন, ‘এখন বর্নভিটা খাওয়ার বয়স’!

প্রচুর সংগ্রাম করেছেন এক সময়

কলকাতার এক এঁদো গলি থেকে উঠে আসা মধ্যবিত্ত পরিবারের ছেলে গৌরাঙ্গ চক্রবর্তী বম্বে এসেছিলেন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু রাস্তা ছিল কাঁটায় ভর্তি। অমানুষিক সংগ্রাম করেছিলেন নিজের স্বপ্ন সফল করতে। তাচ্ছিল্য, ব্যর্থতা সয়ে আজ তিনি হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। দাদাসাহেব ফালকে তাঁর যোগ্য সম্মানই বটে।

Mithun Chakraborty

‘মৃগয়া’ ছবির হাত ধরে অভিনয় শুরু করেন মিঠুন। প্রথম ছবিই শোরগোল ফেলে দিয়েছিল। কিন্তু দুর্দান্ত অভিনয় সত্ত্বেও বলিউডে প্রথমটা দাঁত ফোটাতে পারেননি মিঠুন। বহিরাগত ছেলেটির কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ‘ডিস্কো ডান্সার’। বহু ফ্লপ ছবিও রয়েছে তাঁর কেরিয়ারে। তেমনি হিট ছবিও কম নেই। তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন মিঠুন। দাদাসাহেব ফালকে পুরস্কারের দিনই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘শাস্ত্রী’।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর