বাংলাহান্ট ডেস্ক: একেই বলে মিঠুন (Mithun Chakraborty) ম্যাজিক। বহু বছর পর ‘এমএলএ ফাটাকেষ্ট’ আবার বাংলা সিনেমায়। তবে এবারে সম্পূর্ণ অন্য রকম একটি চরিত্রে। রাজনীতির র-ও নেই ‘প্রজাপতি’তে। কিন্তু দেবের (Dev) বাবার চরিত্রে অভিনয় করেও বিতর্কে জড়াতে হয় মিঠুন চক্রবর্তীকে। না চাইতেও সেই রাজনৈতিক বিতর্কেই টেনে আনা হয় তাঁর নাম।
সমস্যার সূত্রপাত প্রজাপতি মুক্তি পাওয়ার পরপরই। ছবিতে রাজ্য সরকারের সাংসদ দেব থাকা সত্ত্বেও নন্দনে জায়গা পায়নি প্রজাপতি। এরপরেই বিজেপির তরফে অভিযোগ ওঠে পদ্ম শিবিরের মহাতারকা সদস্য মিঠুন থাকার জন্যই নন্দনে শো দেওয়া হয়নি ছবিটির। পালটা সুর চড়ান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh)। তবে তাঁর বিষ্ফোরক মন্তব্যের বিরোধিতা করেছিলেন তাঁরই দলের দুই তারকা সদস্য দেব এবং সায়নী ঘোষ।
কুণাল ঘোষ কটাক্ষ করেছিলেন, মিঠুনের জন্যই ফ্লপ হতে চলেছে প্রজাপতি। প্রবীণ অভিনেতাকে ছবিতে কাস্ট করে বড় ভুল করেছেন দেব। বরং তাঁর বদলে পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে সেটা সঠিক সিদ্ধান্ত হত বলে মনে করেন তৃণমূল মুখপাত্র। তাঁর কটাক্ষের উচিত জবাব দিয়েছিলেন দেব। তবে যাঁকে নিয়ে এত হাঙ্গামা, সেই মিঠুন কিন্তু এতদিন নীরব হয়েছিলেন।
অবশেষে মৌনতা ভাঙলেন ‘মহাগুরু’। এদিন কলকাতায় পা রেখেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ফ্লপ হওয়া তো দূর, ঢালাও ব্যবসা করছে প্রজাপতি। রাজনৈতিক বিতর্ককে হেলায় উড়িয়ে দিয়ে মিঠুন বলেন, ‘আমার টিআরপি কোনোদিন কমানো যাবে না। আমার টিআরপি নামাতে চেয়েছিলি। আমার মরা পর্যন্ত পারবি না সেটা’।
কুণাল ঘোষের ‘ফ্লপ অভিনেতা’ কটাক্ষ নিয়ে প্রশ্ন করা হলে ‘ডিস্কো ডান্সার’ এর সাফ জবাব, ‘আমি এলি তেলিদের কথার জবাব দিই না। ওসব গঙ্গারাম দের কথার উত্তর দিই না।’ উল্লেখ্য, সিনেমায় লক্ষ্মী লাভ নিশ্চিত করেই রাজনৈতিক দায়িত্ব পালনে নেমে পড়েছেন মিঠুন। ত্রিপুরায় ভোট প্রচারে বিজেপির অন্যতম বড় অস্ত্র মিঠুন। বুধবার ত্রিপুরার তেলিয়ামুড়ায় বিজয় সঙ্কল্প মিছিলে দেখা যাবে তাঁকে। পাশাপাশি এদিন মজলিশপুর মণ্ডলে ‘জন বিশ্বাস ‘তেও থাকবেন মিঠুন।