বাংলাহান্ট ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি (Bharatiya Janata Party)। মহা তারকা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) সঙ্গে নিয়ে পুরুলিয়ায় পৌঁছে গিয়েছে গেরুয়া শিবির। এই জেলা থেকেই শুরু প্রচার সফর। প্রথম সভাতেই গা গরম করা ভাষণে দলীয় কর্মীদের চাঙ্গা করে তুললেন মহাগুরু। মঞ্চে দাঁড়িয়ে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে।
১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে বুধবার তৃণমূল সুপ্রিমোকে একহাত নেন মিঠুন। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেয় না, এমনি অভিযোগ তুলে ব্লকে ব্লকে আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার প্রাপ্য টাকা পাচ্ছে না রাজ্য। এখান থেকে তোলা টাকা আবার এখানেই ফেরত দেয় কেন্দ্র।
এবার পালটা হিসাব চাইলেন মিঠুন। অভিনেতার প্রশ্ন, বাংলার আবাস যোজনা নামে পোস্টার পড়েছে রাজ্যে। টাকা কাকে পাঠাবে? আগে হিসাব দিন, তারপর কেন্দ্র টাকা পাঠাবে। মিঠুন বলেন, ‘ধরুন রামকে টাকা দিয়ে দোকানে পাঠালেন। সে ফিরলে দেখলেন তার কাছে এক টাকাও নেই। হিসাব চাইলে বলবে, শ্যাম হিসাব জানে? একটা জিনিস স্পষ্ট, রাজ্যে যা হচ্ছে সব কেন্দ্রই করছে। কেন্দ্রের প্রকল্পে নিজেদের পোস্টার মারলে হবে না’।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক যোজনা সবই মোদীজি করেছেন। কেন্দ্র থেকে লোক এসে রাজ্যে সব তথ্য সংগ্রহ করেছে। গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে এখন টাকা ফেরত চাওয়া হচ্ছে। মিঠুনের কটাক্ষ, পুকুরের মধ্যে পুকুর কাটা হচ্ছে রাজ্যে। একমাত্র পশ্চিমবঙ্গেই এটা সম্ভব। রাজ্য সরকার হিসাব দিতে পারেনি বলে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের পয়সার হিসাব দিতেই হবে, কড়া বার্তা মিঠুনের।
রাজ্যে পা রেখেই কার্যত আক্রমণাত্মক মেজাজে মিঠুন। একের পর এক দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে কোণঠাসা করে চলেছেন তিনি। কটাক্ষের সুরে মিঠুন বলেন, বাংলা এখন সবকিছুতে প্রথম। হিংসা, দুর্নীতী সবেতে এক নম্বর। আগে বাঙালি পরিচয় দিতে গর্ব হত। এখন মানুষ হাসে।