বাংলাহান্ট ডেস্ক: বড়পর্দায় পা রাখলেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছোট ছেলে নমশি চক্রবর্তী (Namashi Chakraborty)। পরিচালক রাজকুমার সন্তোষীর হাত ধরে বলিউডে ডেবিউ করলেন তিনি। মুক্তি পেল ‘ব্যাড বয়’। ছবির প্রচারে খামতি রাখেননি নমশি। ছেলেকে সঙ্গ দিয়েছিলেন বাবা মিঠুন চক্রবর্তীও। এমনকি কলকাতায় এসে ডান্স বাংলা ডান্সেও প্রচার পর্ব সেরেছিলেন তাঁরা।
কিন্তু নমশির প্রথম ছবি হিসেবে কেমন খাতা খুলল ব্যাড বয়? প্রথমত, বিগত দেড় বছরে বলিউডের আর্থিক পরিস্থিতি খুব একটা ভাল চলছে না, একথা সকলেরই জানা। বড় বড় বাজেট, সুপারস্টারদের ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। সেখানে মিঠুনের ছেলে হলেও নিজস্ব ক্যারিশ্মায় দর্শক টানা একটা বড় চ্যালেঞ্জ ছিল নমশির কাছে।
দ্বিতীয়ত, ছবিটি মুক্তিই পেয়েছে অনেক কম স্ক্রিনে। কিসি কা ভাই কিসি কি জান এবং চেঙ্গিজ এর দাপটের মাঝে মাল্টিপ্লেক্স পিছু ১-২ টি শো-ই পেয়েছে ব্যাড বয়। তাই স্বাভাবিক ভাবেই প্রথম দিনে তেমন ধামাকা করতে পারেনি ছবিটি। মাত্র ০.২৫ কোটি টাকাই উঠেছে প্রথম দিনে।
এমতাবস্থায় বড় কোনো লাফ না নিলে প্রথম সপ্তাহে বক্স অফিসে তেমন ছাপ ফেলতে পারবে না ব্যাড বয়। এমনটাই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। তবে নমশি এবং নায়িকা আমরিন কুরেশি দুজনের মধ্যেই সম্ভাবনা রয়েছে বলে মত দর্শকদেরও।
প্রসঙ্গত, এর আগে নমশি জানিয়েছিলেন, তাঁকেও অনেক স্ট্রাগল করে ছবিতে সুযোগ পেতে হয়েছে। মিঠুন বরাবর বলতেন, তাঁকে যে অপমান সহ্য করতে হয়েছে সেই তুলনায় নমশি অনেক ভাল অপমান পাচ্ছেন। ‘কালিয়া’, ‘বোকা’ এসব কথা শুনতে হয়েছে মিঠুনকে। অনেকে নাকি এমনো বলেছেন যে মিঠুন নায়ক হলে তারা বলিউড ছেড়ে দেবেন। নিজের কাজ দিয়ে তাঁদের মুখের উপরে জবাব দিয়েছেন মিঠুন। তাঁর ছেলে হয়ে এবার নিজেকে প্রমাণ করার পালা নমশির।