বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির হয়ে প্রচারে বাঁকুড়ার শালতোড়ায় (shaltora) পৌঁছলেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। মহাগুরুকে চোখের দেখা দেখতে মানুষের ঢল নেমেছিল সেখানে। হেলিকপ্টারে করে শালতোড়ায় পৌঁছলেও, সেখানে জনসমুদ্র থাকার কারণে ১৫ মিনিট ধরে হেলিকপ্টারেই বসে ছিলেন মহাগুরু।
মিঠুন চক্রবর্তীর সমুদ্র সমান জনপ্রিয়তাকে অস্ত্র করেই ভোট প্রচারে তাঁকে কাজে লাগাতে চাইছে বিজেপি শিবির। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য এতোটাই জনজোয়ার তৈরি হয়েছিল সেখানে, যার কারণে হেলিকপ্টার সেখানে পৌঁছে গেলেও তাঁকে ১৫ মিনিট ধরে তার মধ্যেই বসে থাকতে হয়। এত মানুষের ভিড়, যার কারণে হেলিকপ্টারের দরজাই খোলা অসম্ভব হয়ে পড়েছিল।
তারপর ধীরে ধীরে লেহিকপ্টার থেকে নেমে গাড়িতে ওঠেন তিনি। এরপর শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ির সমর্থনে রোড শোতে যোগদান করেন। সেইসঙ্গে তাঁর সঙ্গে সঙ্গেই রাস্তার দুপাশ দিয়ে হাঁটতে থাকে প্রবল জনজোয়ার। তার মধ্যে থেকেই কেউ কেউ আবার মহাগুরু, ফাটাকেষ্ট বলেও চিৎকার করতে থাকেন।