একবেলার খাবার জুটলে পরের বেলা নিয়ে চিন্তা হত, ফুটপাতেও শুয়ে রাত কাটিয়েছি! চোখে জল আনবে মিঠুনের কাহিনি

বাংলাহান্ট ডেস্ক: তাঁর জীবনের কাহিনি নিয়ে বড়পর্দায় ছবি তৈরি হোক তা চান না মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাংলার মধ‍্যবিত্ত পরিবার থেকে উঠে এসে মুম্বইয়ের ‘ডিস্কো ডান্সার’ হয়ে ওঠেন তিনি। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন। তাঁর জনপ্রিয়তা পৌঁছেছিল দেশের বাইরেও। এখনো মিঠুনদার খ‍্যাতি চোখে পড়ার মতো। এমন সিনিয়র অভিনেতাদের অনেকের জীবন নিয়েই ছবি তৈরি হয়েছে বলিউডে বা ভবিষ‍্যতে হতে চলেছে। কিন্তু সেই তালিকায় নাম লেখাতে চান না মিঠুন।

সম্প্রতি সারেগামাপা লিল চ‍্যাম্পস শো তে অতিথি হয়ে এসেছিলেন মিঠুন। সেখানেই তিনি নিজের স্ট্রাগলের বাস্তব কাহিনি তুলে ধরেন। মিঠুন জানান, গায়ের রঙের জন‍্য বহুবার সমালোচিত হয়েছিলেন তিনি। ‘মহাগুরু’ বলেন, ‘আমি কখনোই চাই না আমি যে পরিস্থিতির মধ‍্যে দিয়ে গিয়েছি, অন‍্য কেউ সে অবস্থায় পড়ুক। সবাই কঠিন দিন দেখেছে, স্ট্রাগল করেছে। কিন্তু আমাকে সবসময় গায়ের রঙের জন‍্য কটাক্ষ করা হয়েছে।’

1609196337 5fea6331cf32f mithun
মিঠুন বলেন, বছরের পর বছর নিজের গায়ের রঙের জন‍্য খোঁচা সয়েছেন তিনি। এমনো দিন গিয়েছে যখন অভুক্ত পেটেই ঘুমিয়ে পড়তে হয়েছে তাঁকে। খাবার জোটেনি, চোখের জল ফেলতে ফেলতেই ঘুমিয়ে পড়েছেন মিঠুন। একবেলার খাবার জুটলে তারপরের বেলায় কী খাবেন তা নিয়ে চিন্তা করতে হত। বহুদিন রাস্তার ধারে ফুটপাতে পর্যন্ত শুয়েছেন তিনি।

মিঠুন বলেন, ‘এই কারণেই আমি চাইনা আমার বায়োপিক তৈরি হোক। কারণ আমার কাহিনি কাউকে অনুপ্রেরণা যোগাতে পারে না। বরং মানুষের মন আরো ভেঙে যাবে, নিজের স্বপ্নপূরণ করতে বাধা দেবে। আমি সেটা চাই না। আমি পারলে যে কেউ পারবে।’

প্রত‍্যেক প্রতিযোগীর সঙ্গে এদিন কথা বলেন মিঠুন। তাদের বলেন, নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে। অভিনেতা বলেন, ‘অনেক লড়াই করে ইন্ডাস্ট্রিতে প্রমাণ করতে হয়েছে নিজেকে। হিট সিনেমার জন‍্য আমি কিংবদন্তি হইনি। জীবনের সমস্ত যন্ত্রণা, কষ্ট পেরিয়ে এসেছি বলে আমি কিংবদন্তি।’


Niranjana Nag

সম্পর্কিত খবর