বাংলাহান্ট ডেস্কঃ ভোটপর্বের শেষ দফায় ভোট দিলেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। কাশীপুর-বেলগাছিয়ার ২৪৭ নম্বর বুথে নিজের ভোটদান করলেন বিজেপির তারকা প্রচারক তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি এই ঠিকানাতেই তাঁর এক বোনের বাড়ি থাকায়, সেখানেই নিজের ভোটার কার্ড তৈরি করেছেন তিনি।
Actor and BJP leader Mithun Chakraborty cast his vote for the final phase of #WestBengalPolls, at a polling station in Kashipur-Belgachia, North Kolkata
He says, "I had never voted so peacefully ever before. I must congratulate all the security personnel." pic.twitter.com/3nXS3UvkDI
— ANI (@ANI) April 29, 2021
ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, ‘সমস্ত নিরাপত্তাকর্মীকে অভিনন্দন জানাই। এর আগে আমি এত শান্তিপূর্ণ ভোট আগে কোনদিন দেখিনি’।
প্রসঙ্গত, নির্বাচনী মরশুমের আজ শেষ পর্বের ভোট। গোটা নির্বাচন জুড়েই বিভিন্ন দিক থেকে নানা অশান্তির খবর সামনে এসছে। শেষ দফার ভোটেও তার ব্যতিক্রম হল না। অশান্তির খবর পাওয়া গেল খাস কলকাতা শহর থেকেই। বোমাবাজির ঘটনায় উত্তপ্ত জোড়াসাঁকো বিধানসভা এলাকা।
West Bengal: A bomb was hurled near Mahajati Sadan Auditorium in north Kolkata today. Election Commission has sought details of the incident. Details awaited. pic.twitter.com/hbhikPorZo
— ANI (@ANI) April 29, 2021
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে যখন জোড়াসাঁকো বিধানসভা এলাকায় ভোটপর্ব চলছে, ঠিক সেই সময় সকাল সাড়ে ৭ টা নাগাদ একটি চলন্ত হলুদ ট্যাক্সির ভেতর থেকে দুটো বোমা ছুঁড়ে দেওয়া হয়। তারপরই ওই এলাকায় বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় দুটি পোলিং বুথে ভোটারদের লম্বা লাইনও পড়েছিল। কিন্তু এই ঘটনায় আতঙ্কিত ভোটাররা যে যার বাড়ি চলে যান। তবে এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।