টলিউডের পর এবার ওপার বাংলা, ১২ বছর পর বাংলাদেশি ছবিতে ফিরছে মিঠুন ম্যাজিক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিন পর টলিউডে ফিরলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ঘরের ছেলে ঘরে ফেরায় বাংলার দর্শক কতটা খুশি হয়েছে তা বোঝা গিয়েছে ‘প্রজাপতি’র সাফল্যের খতিয়ান দেখেই। মিঠুন ফিরতেই এক নিমেষে চাঙ্গা হয়ে গিয়েছে বাংলার সিনে ইন্ডাস্ট্রি। আর এবার সিনেপ্রেমীদের জন্য রইল আরো এক সুখবর। এবার বাংলাদেশের ছবিতেও দেখা যাবে মিঠুনকে।

টলিউডের মতো ওপার বাংলাতেও বহু বছর পর কাজ করতে চলেছেন সুপারস্টার অভিনেতা। প্রায় ১২ বছর পর ফের বাংলাদেশি ছবিতে অভিনয়ের জন্য হ্যাঁ বলেছেন তিনি। প্রথম বার দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি ‘অবিচার’ ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন। সেই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৫ সালে।

mithun chakraborty

তারপর আবার ২০১০ সালে একটি ছবিতে দেখা মেলে মহাগুরুর। এত বছরে এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার ছবিতেও দেখা যায়নি তাঁকে। অবশেষে দীর্ঘ এক দশক পর বাংলাদেশি ছবিতে অভিনয়ের প্রস্তাব গ্রহণ করেছেন মিঠুন। ছবির নাম ‘হিরো’। অতি সম্প্রতি এই ছবির বিষয়ে অভিনেতার সঙ্গে কথা বলে গিয়েছেন বাংলাদেশি পরিচালক কামরুজ্জামান রোমান এবং চিত্রনাট্য লেখক আবদুল্লাহ জহির।

বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ছবির গল্প বাবা মেয়েকে নিয়ে। চিত্রনাট্য নাকি আগেই পাঠানো হয়েছিল মিঠুনের কাছে। সম্প্রতি ছবির গল্প শুনে মিঠুনের খুব পছন্দ হয়েছে বলে জানা যাচ্ছে। এরপরেই তিনি ছবিটি করতে রাজি হন বলে জানান পরিচালক কামরুজ্জামান। তিনি এও জানান, ছবির মুখ্য চরিত্রটি একজন বাবার। অনেকগুলি স্তর রয়েছে ওই চরিত্রের। প্রথম থেকেই তাই এই চরিত্রের জন্য মিঠুনকেই ভেবে রেখেছিলেন তিনি।

চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির জানান, মিঠুন কথা দিয়েছেন যে তিনি ছবিটি করবেন। কিন্তু এখন তাঁর হাতে আরো দুটি প্রোজেক্ট রয়েছে। সবদিক দেখেশুনে শিডিউল মিলিয়ে তারপর তিনি চুক্তি সাক্ষর করবেন। সেটাও ইদের আগেই হয়ে যাবে বলে আশা করছেন ছবি নির্মাতারা। আপাতত জি বাংলার ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে।

X