‘প্রজাপতি’তেই শেষ নয়, এবার এই বাংলা ছবিতে বিপ্লবী রূপে ধরা দেবেন মিঠুন

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিন পর নিজের মাতৃভাষার ছবিতে ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ফলাফল সবার চোখের সামনে। বাংলা ছবির ব্যবসার ইতিহাসে রেকর্ড গড়েছে ‘প্রজাপতি’। দেবের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন ভরিয়ে দেওয়া উপহার দিয়েছেন ‘মহাগুরু’। মুক্তির পর এক মাসেরও বেশি অতিক্রান্ত। কিন্তু প্রজাপতির জন্য এখনো প্রেক্ষাগৃহ ভরছে দর্শকে।

একটা সময় ছিল যখন বলিউড থেকে টলিউড দু জায়গায়ই দাপট ছিল মিঠুনের। কিন্তু বয়সজনিত কারণে এখন আর তেমন ক্যামেরার সামনে দেখা যায় না ‘এমএলএ ফাটাকেষ্ট’কে। কিন্তু মাঠে নামলে যে এখনও ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ আর এখন ‘প্রজাপতি’র মাধ্যমে। এবার সিনেপ্রেমীদের জন্য রয়েছে আরো এক সুখবর।

mithun projapoti

ফের একটি নতুন বাংলা ছবিতে দেখা মিলবে মিঠুনের। জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘সহজ পাঠের গপ্পো’র পরিচালক মানস মুকুল পালের আসন্ন ছবিতে একজন বিপ্লবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মহাগুরুকে। বড় বাজেটে স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তর বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মিঠুন বলেন, প্রজাপতি তাঁকে স্টারডমের অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। স্বাভাবিক ভাবেই প্রযোজক অতনু এবং দেব তাঁকে এত সহজে ছাড়তে রাজি নন। তাই তাঁদের সঙ্গেও ফের কাজ করবেন বলে জানান মিঠুন। পাশাপাশি কয়েকটা হিন্দি ছবিরও প্রস্তাব রয়েছে তাঁর কাছে।

আপাতত ডান্স বাংলা ডান্সের শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন মিঠুন। জি বাংলার এই রিয়েলিটি শোতেও অনেক বছর পর ফিরলেন তিনি। মহাগুরুকে সেই পুরনো আসনে দেখার, প্রতিযোগীদের সঙ্গে তাঁর খুনসুটি দেখার আর জীবনের অজানা গল্প শোনার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর