বাংলা হান্ট ডেস্ক : মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় (Mithun-Debashree) দুজনেই বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ ১৬ বছর পর আবার একসাথে বড় পর্দায় জুটি বাঁধছেন তাঁরা (Mithun-Debashree)। একটা সময় একাধিক দর্শকদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। বহু বছর পর আবার ‘শাস্ত্রী’ সিনেমার হাত ধরেই বড় পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী (Mithun-Debashree) জুটির ম্যাজিক।
১৬ বছর পর একসাথে মিঠুন-দেবশ্রী (Mithun-Debashree)
নয়-নয় করে ১৬ বছর পর আবার মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করার সুযোগ হয়েছে দেবশ্রীর। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে এদিন অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হল এই এতগুলো বছরে প্রিয় অভিনেতার মধ্যে কি কি পরিবর্তন দেখলেন তিনি?
জবাবে একগাল হেসেই নায়িকা বললেন,’মিঠুনদা’র সঙ্গে কাজ করার একটা অন্য অভিজ্ঞতা রয়েছে। ওর সঙ্গে বেশ মজা করে আনন্দ করে কাজ করা যায়। ১৬ বছর পর আমরা একসঙ্গে কাজ করলাম ঠিকই কিন্তু এই কটা বছরে মানুষটা এতোটুকুও বদলে যাননি’।
শুধু তাই নয় এদিন এক দারুন সিক্রেট শেয়ার করলেন অভিনেত্রী। জানালেন বাংলা ইন্ডাস্ট্রির ‘মহাগুরু’র সাথে তাঁর পারিবারিক সম্পর্ক-ও রয়েছে। দেবশ্রীর কথায়, ‘ওঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমি ওঁকে নিজে হাতে রান্না করে খাইয়েছি। তবে কী কী থাকবে মেনুতে তা অবশ্য মিঠুনদাই ঠিক করে দিয়েছিলেন।’
রন্ধন পটিয়সী দেবশ্রী নিজে হাতে করেছিলেন সেই রান্না। মেনুতে ছিল পেটে ডিম ভরা ইলিশ মাছ। এটাই খেতে চেয়েছিলেন মিঠুন। তাই তাঁর আবদারেই ক্যানিং থেকে সেই ইলিশ আনিয়ে ছিলেন নায়িকা। প্রসঙ্গত এই বয়সে এসেও দারুন গ্ল্যামার দেবশ্রীর। তাই জানলে অবাক হবেন সুন্দরী অভিনেত্রী কিন্তু দারুন ভোজন রসিক।
আরও পড়ুন : দেশের এই নম্বর ওয়ান কোরিওগ্রাফার একসময় ছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার! নেচেছেন শাহরুখের পিছনেও
তবে দেবশ্রী খেতে ভালোবাসলেও সব কিছুই খান পর্যাপ্ত পরিমাণে। এপ্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘আমার ওরকম ব্যাপার নেই। এটা খাবো, সেটা খাবো না ওরকম নয়। আমি খেতে খুব ভালোবাসি, সব কিছুই খাই। তবে হ্যাঁ সেই খাওয়ার পরিমাণটা অনেকটা নয়। যতটা প্রয়োজন সেই পরিমাণ বুঝে একটা ভারসাম্য বজায় রেখে খাবার খাওয়ার চেষ্টা করি। আমি বাড়ির খাবার খেতে খুব পছন্দ করি।’
প্রসঙ্গত বহুদিন অভিনয় জগৎ থেকে দূরেই ছিলেন দেবশ্রী। এমকি একাধিক সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন বারংবার। তাহলে এই সিনেমায় কেন রাজি হলেন নায়িকা? মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করার সুযোগ ছাড়াও কারণ হিসাবে দেবশ্রী বলেছেন, ‘গল্পটা যখন শুনলাম আমার বেশ ভালো লাগলো। আমার মনে হয়েছে যে আগে আমরা যেরকম কাজ করতাম এই কাজে সেই ফ্লেভারটা রয়েছে’। তাছাড়াও তাঁর কথা শুনেই নাকি তাঁর মনের মতো করেই তাঁর চরিত্রে বেশ কিছু বদল-ও আনা হয়েছে।