ব্রিগেডের মঞ্চে মিঠুন, রইল প্রথম ছবি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নিয়ে বেশ কয়েকমাস ধরে জল্পনা চলছিল। আর আজ সেই জল্পনার অবসান হচ্ছে। আজ নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন মিঠুন চক্রবর্তী। গতকাল কলকাতায় এসেছেন তিনি। ছিলেন বেলগাছিয়ার একটি হোটেলে। রাতেই বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীর ওনার সঙ্গে দেখা করেন। তখনই মিঠুনের বিজেপি যোগদানের জল্পনার অবসান হয়েছিল।

গতকাল রাতেই বিজয়বর্গীর ট্যুইট করে লেখেন, ‘রাতে কলকাতার বেলগছিয়ায় সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা মিঠুন দা’র সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। তাঁর দেশপ্রেম এবং দরিদ্রদের প্রতি ভালবাসার গল্প শুনে তাঁর হৃদয় জেগে ওঠে।”

আর আজ বেলগাছিয়া থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন মিঠুন চক্রবর্তী। সম্পূর্ণ বাঙালিয়ানা সাজে ধুতি-পাঞ্জাবি পরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন তিনি। মিঠুন চক্রবর্তীর গাড়ি ঘিরে বিজেপির কর্মীদের উন্মাদনা তুঙ্গে। একটু আগেই তিনি ব্রিগেডে পৌঁছেছেন। ব্রিগেডে পৌঁছে একেবারে মঞ্চে উঠেছেন তিনি।

X