বিগ ব্রেকিং- হঠাৎ নাগপুরে RSS সদর দপ্তরে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী ! বলীরাম হেদ্গেবরের মূর্তিতে দিলেন মালা

বাংলা হান্ট ডেস্ক : তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি, অভিনয়ের পাশাপাশি রাজনীতি জীবনে পা রেখেছিলেন টলিউড থেকে বলিউড কাঁপানো অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ রাজনীতির জীবনে বেশ দাপটের সঙ্গেই কাজ করেছিলেন তিনি৷ বড় পর্দা থেকে কিছুদিনের জন্য নিজেকে সরিয়ে নিয়ে মন দিয়ে রাজনীতির সামলেছিলেন কিন্তু সারদা কাণ্ডের পর ক্রমশই অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়৷WhatsApp Image 2019 10 03 at 19.50.39

যদিও সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এর জন্য যে টাকা তিনি নিয়েছিলেন তা ফেরত দিয়েছিলেন, কিন্তু তাতেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী৷ দলে থাকলেও সেভাবে দলের জন্য আর তত্পরতা দেখাতে দেখা যায়নি৷ তাঁর দলবদল নিয়েও সে ভাবে কোনও গুঞ্জন শোনা যায়নি তবে অবশেষে হঠাত্ দীর্ঘদিন পর আবারও আলোচনার কেন্দ্রে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী৷

অবশেষে বৃহস্পতিবার সকালে হঠাত্ নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরে হাজির হলেন তিনি৷ সেখানে হেগরেওয়ারের মূর্তিতে মাল্যদান করে বেশ কিছুক্ষণ সময় কাটান৷ তবে আরএসএসের সদর দফতরে মিঠুন চক্রবর্তীর হঠাত্ প্রবেশ নিয়ে ইতিমধ্যেই তাঁর দল বদলের গুঞ্জন উঠেছে৷WhatsApp Image 2019 10 03 at 19.50.38

আসলে যেভাবে দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ নেই আবার দলের তরফ থেকেও মিঠুনের খবরা খবর নেই বলে জানানো হয়েছিল তাতে এমন ভাবনাটা কিছু অস্বাভাবিক নয়৷ শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ দিন ধরেই আমেরিকাতেই রয়েছেন মিঠুন চক্রবর্তী৷ যদিও তার মাঝে দার্জিলিংয়ে এসেছিলেন কিন্তু হঠাত্ কী ভাবে তিনি আরএসএসের দফতরে পৌঁছলেন? সেই বিষয়ে উঠছে প্রশ্ন৷

সম্পর্কিত খবর