বাংলা হান্ট ডেস্ক : তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি, অভিনয়ের পাশাপাশি রাজনীতি জীবনে পা রেখেছিলেন টলিউড থেকে বলিউড কাঁপানো অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ রাজনীতির জীবনে বেশ দাপটের সঙ্গেই কাজ করেছিলেন তিনি৷ বড় পর্দা থেকে কিছুদিনের জন্য নিজেকে সরিয়ে নিয়ে মন দিয়ে রাজনীতির সামলেছিলেন কিন্তু সারদা কাণ্ডের পর ক্রমশই অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়৷
যদিও সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এর জন্য যে টাকা তিনি নিয়েছিলেন তা ফেরত দিয়েছিলেন, কিন্তু তাতেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী৷ দলে থাকলেও সেভাবে দলের জন্য আর তত্পরতা দেখাতে দেখা যায়নি৷ তাঁর দলবদল নিয়েও সে ভাবে কোনও গুঞ্জন শোনা যায়নি তবে অবশেষে হঠাত্ দীর্ঘদিন পর আবারও আলোচনার কেন্দ্রে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী৷
অবশেষে বৃহস্পতিবার সকালে হঠাত্ নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরে হাজির হলেন তিনি৷ সেখানে হেগরেওয়ারের মূর্তিতে মাল্যদান করে বেশ কিছুক্ষণ সময় কাটান৷ তবে আরএসএসের সদর দফতরে মিঠুন চক্রবর্তীর হঠাত্ প্রবেশ নিয়ে ইতিমধ্যেই তাঁর দল বদলের গুঞ্জন উঠেছে৷
আসলে যেভাবে দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ নেই আবার দলের তরফ থেকেও মিঠুনের খবরা খবর নেই বলে জানানো হয়েছিল তাতে এমন ভাবনাটা কিছু অস্বাভাবিক নয়৷ শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ দিন ধরেই আমেরিকাতেই রয়েছেন মিঠুন চক্রবর্তী৷ যদিও তার মাঝে দার্জিলিংয়ে এসেছিলেন কিন্তু হঠাত্ কী ভাবে তিনি আরএসএসের দফতরে পৌঁছলেন? সেই বিষয়ে উঠছে প্রশ্ন৷