বয়স পেরিয়েছে ৩০, দেবকে বিয়ের কথা বলতে বলতে হয়রান মিঠুন, বাড়িতেও দাবি একই

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রিল হোক বা রিয়েল, দেবের (Dev) জীবনে এখন একটাই জিনিস চলছে। সেটা হল বিয়ে নিয়ে তাগাদা। বছর ৩০ পেরিয়েছে। যথেষ্ট সফলতাও এসেছে। টুকটুকে প্রেমিকাও আছে। তাহলে বিয়েতে সমস‍্যা কোথায়? এই একই প্রশ্ন দেবের অনস্ক্রিন বাবা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং অফস্ক্রিন বাবা মায়েরও।

দেব মিঠুন জুটির ‘প্রজাপতি’ ছবি আসতে চলেছে খুব শিগগির। সেই ছবির ট্রেলারেই দেখা যায়, প্রাপ্তবয়স্ক ছেলে দেবকে বিয়ের ঝন‍্য রাজি করাতে উঠেপড়ে লেগেছেন একা বাবা মিঠুন। কিন্তু দেবও নাছোড়বান্দা। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমেয সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা ফাঁস করেন, বাস্তবেও তাঁর বাড়িতে চিত্রটা এরকমই।


মিঠুনের কপট রাগ, বিয়ের কথা বলে বলে তিনি হয়রান। এমনকি দেবের হবু স্ত্রীও নাকি তাঁর কাছে নালিশ জানান। এরপরেই মহাগুরু বলেন, সিনেমাটা আগে মুক্তি পাক। তারপর ডাণ্ডা দিয়ে মারবেন তিনি দেবকে, বিয়ে না করলে। সেই সঙ্গে মজা করে তিনি জানান, দেব নাকি ছুপা রুস্তম। মিঠুন আগে খেললে তিনি ব‍্যাক সাইডে খেলেন। পালটা দেবের অভিযোগ, মিঠুন আর রুক্মিনী মিলে তাঁর নামে গসিপ করেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশ‍্যে এসেছে প্রজাপতি ছবির ট্রেলার। সেখানেই ছেলে দেবের বিয়ে নিয়ে পরিকল্পনা করতে দেখা গিয়েছে বাবা মিঠুনকে। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন দেব এবং মিঠুন‌। সিঙ্গল ফাদারের ভূমিকায় অভিনয় করছেন মহাগুরু।

দেব পেশায় একজন ওয়েডিং প্ল‍্যানার। তাঁর বান্ধবীর চরিত্রে দেখা যাবে ‘যমুনা ঢাকি’ খ‍্যাত শ্বেতাকে। রয়েছেন কৌশানী এবং মমতা শঙ্করও। ‘মৃগয়া’ ছবির প‍র প্রজাপতির মাধ‍্যমেই আবারো মিঠুন মমতাকে একসঙ্গে দেখতে পারবে বাংলার দর্শক‌। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে প্রজাপতি।

X