আগুনে ঘি পড়ার মত অবস্থা! অসম মুখ্যমন্ত্রীর নামে এফআইআর দায়ের মিজোরাম পুলিশের

বাংলাহান্ট ডেস্কঃ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে অসম (assam) মিজোরাম (mizoram) সীমান্তে। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (himanta biswa sarma) নামে এফআইআর দায়ের করল মিজোরাম পুলিশ। সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে প্রায় পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

শুধু তাই নয়, শুক্রবার অসম মুখ্যমন্ত্রী সহ তাঁর ৬ শীর্ষ আধিকারিক ও ২০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগ পত্রে রয়েছে অসমের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, কাচার জেলার ডেপুটি কমিশনার, পুলিশ সুপারদের নামও।

himanta biswa sarma

মিজোরামের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে অসমের সীমানা লাগোয়া মিজোরামের কোলাসিব জেলার ভেইরেঙ্গতে পুলিশ স্টেশনে। তবে এই ঘটনায় হাত গুটিয়ে বসে নেই অসম সরকার। মিজোরামের কয়েকজন সাংসদ সহ একাধিক ব্যক্তিকে হাজিরার নির্দেশ দিয়েছে অসম পুলিশ।

বিগত কয়েক দশক ধরে অসম মিজোরামের মধ্যেকার সংঘর্ষে কিছুটা স্থিতি এলেও, রবিবার রাতে ফের একবার উস্কে ওঠে সেই ছাই চাপা আগুন। সীমান্ত এলাকায় ৮ কৃষকের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে দুপক্ষেরই পুলিশ। অগ্নিগর্ভ হয়ে ওঠে অসম মিজোরাম সীমান্ত এলাকা।

এই সংঘর্ষকে পূর্বপরিকল্পিত বলেই দাবি করেছে অসম পুলিশ। কারণ এই ঘটনায় অসমের ৭ পুলিশকর্মী সহ মোট ৮ জন মারা গিয়েছেন। এই ঘটনায় দুপক্ষই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। বর্তমানে সেখানে প্রায় পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই ঘটনার পেছনে মিজোরামের সাংসদ কে ভনলালভেনারের উস্কানিমূলক প্ররোচনা আছে বলেই দাবি করছে অসম।


Smita Hari

সম্পর্কিত খবর