বাংলা হান্ট ডেস্কঃ অসমে (Assam) বিরোধী দলের বিধায়ককে কোভিড-১৯ Covid 19) এর রোগীদের জন্য বানানো হাসপাতাল আর কোয়ারেন্টাইন সেন্টারের (Quarantine Center) পরিস্থিতি ডিটেনশন সেন্টারে থেকেও খারাপ অবস্থা বলার জন্য মঙ্গলবার গ্রেফতার করা হয়। অভিযুক্ত বিধায়ক আমিনুল ইসলামকে (AMINUL Islam) নওগাঁ জেলার স্থানীয় আদালত দ্বারা ১৪ দিনের হেফাজতে পাঠানো হয়েছে।
All India United Democratic Front (AIUDF) MLA Aminul Islam has been arrested for spreading communal audio clips and was sent to 14 days judicial custody by a local court in Nagaon district today. #Assam pic.twitter.com/4fE6OTSn9X
— ANI (@ANI) April 7, 2020
রাজ্য পুলিশের প্রধান জ্যোতি মহন্ত অনুযায়ী, অখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা (AIUDF) এর ধিং নির্বাচন ক্ষেত্র থেকে বিধায়ক আমিনুল ইসলামকে প্রাথমিক তদন্তের পর মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়। বিধায়কের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ওই অডিও বার্তায় এক অন্য ব্যাক্তির সাথে কথপোকথনে তিনি কোয়ারেন্টাইন সেন্টার আর হাসপাতাল নিয়ে বিরোধী মনোভাব প্রকাশ করেছিলেন।
উনি বলেছিলেন, সেখানে থাকার সুবিধা ডিটেনশন সেন্টারের থেকেও খারাপ। অসমে প্রচুর পরিমাণে অবৈধ প্রবাসী ডিটেশন সেন্টারে আছে। মহন্ত জানান, ‘আমরা ভারতীয় দণ্ড সংহিতার বিভিন্ন ধারা অনুযায়ী ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।” উনি বলেন, অসম বিধানসভার স্পীকারকে এই বিষয়ে সূচিত করা হয়েছে।
যদিও শুধু কোয়ারেন্টাইন সেন্টারের তুলনা ডিটেশন সেন্টারের সাথে করার জন্য ওনাকে গ্রেফতার করা হয়নি। ওনার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগও উঠেছে। সুত্র অনুযায়ী, উনি বলেছেন অসমের কোয়ারেন্টাইন সেন্টার গুলোতে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। এমনকি উনি রাজ্যের স্বাস্থ মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার দিকে আঙুল তুলে এই অভিযোগ এনেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উনি স্বাস্থ কর্মীদের উপর অভিযোগ করে বলেছেন যে, রাজ্যে দিল্লীর তাবলীগ জামাত থেকে ফেরত আসা সদস্যদের কোয়ারেন্টাইন সেন্টারে রেখে তাঁদের বিষাক্ত ইনজেকশন দিয়ে অসুস্থ করা হচ্ছে। উনি বলেছেন, রাজ্যে কোন তাবলীগ জামাত ফেরত ব্যাক্তির মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়নি। আর রাজ্যে একজন মরেছে, তাও অন্য কারণে। অসমের এই বিধায়কের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।