পাঁচ বছর ধরে কথা বলেন না মুখ্যমন্ত্রী, অভিযোগ তুলে বৈঠক বয়কট তৃণমূল বিধায়কের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার কালীঘাটে নিজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠক ডেকেছেন দলের বিধায়ক, সাংসদ,জেলা পরিষদের সদস্যদের নিয়ে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়রও। উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর থেকে নির্বাচিত তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক (Members of Legislative Assembly) তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী দলের ডাকা এই হাইপ্রোফাইল বৈঠক বয়কট করলেন।

তৃণমূল বিধায়ক জানিয়েছেন তার ক্ষোভ থেকে এই বৈঠক তিনি বাতিল করেছেন। আব্দুল করিম চৌধুরীর দাবি, দলের তরফ থেকে পরিচিত কোনও নেতা এই বৈঠকের জন্য তাকে আমন্ত্রণ জানাননি। শুক্রবারের বৈঠকে যোগ দেওয়ার জন্য এক অপরিচিত ব্যক্তি তাকে ফোন করে অনুরোধ জানান। ছেলে ইমাদ চৌধুরী মারফত দলকে তার সিদ্ধান্ত তিনি জানিয়েছেন।

এরই সাথে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বিরুদ্ধে। সাংবাদিকদের আব্দুল করিম চৌধুরী বলেছেন, “শুনেছি দলীয় নেতৃত্বদের নিয়ে দলনেত্রী আজ বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে আলোচনা হবে পঞ্চায়েত ভোট নিয়ে। আমি কোনও রকম অফিসিয়াল চিঠি পাইনি। আমার ছেলেকে একজন ফোন করেছিল। ছেলে জানিয়ে দেয় আমি যাব না।”

এরই সাথে তার সংযোজন, কি হবে আমার দলীয় বৈঠকে গিয়ে? আমার এলাকায় আমার শত্রুকে ব্লক সভাপতি করা হল। অভিযোগ করায় সুব্রত বক্সি বলেছেন আমাকে সেই সিদ্ধান্ত মেনে চলতে হবে। উনি বলেছেন দলের সিদ্ধান্ত না মানলে আমাকে পরবর্তী বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে না। তার কথায়, “আমি ৫৫ বছর ধরে বিধায়ক, এখন আমাকে এই কথা শুনতে হবে! আমি এইসব মানব না।”

Karim Chowdhury

তৃণমূলের এই বিদ্রোহী সাংসদ ক্ষুব্ধ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও। তার কথায়, “কোনও সুরাহা করলেন না দলনেত্রী। কোনও খোঁজ খবর নেন না। যাকে দেখে আমি এই দলে এসেছি তার সাথেই আমার কথা হয় না। মুখ্যমন্ত্রী আমার সাথে কথা বলেন না গত পাঁচ বছর ধরে। মানুষের জন্য আমি বিদ্রোহী বিধায়ক হতে রাজি।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X