বাংলা হান্ট ডেস্কঃ একুশের ভোটে হারের পর বহু নেতা, নেত্রী বিধায়ক এমনকি সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলের খাতায় গিয়ে নাম লেখান। একুশ থেকেই ভাঙনে জর্জরিত বিজেপি। রোজই কোথাও না কোথাও বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার খবর মিলছেই।
একদিকে ভাঙন, অন্যদিকে আবার দলীয় নেতাদের বিক্ষুব্ধ হওয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিত্যাগ করা এখন বিজেপির মধ্যে জলভাত হয়ে দাঁড়িয়েছে। আর এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন বিজেপির আরেক বিধায়ক।
এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিত্যাগ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আচমকাই ওনার এই সিদ্ধান্তের কারণে বিস্তর জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এর আগে রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র দলের উপর ক্ষোভ প্রকাশ করে রাজ্য কমিটি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।
এদিকে, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং বিজেপি নেতা অনুপম হাজরাও দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে জল্পনা বাড়িয়েছেন। আর এর মধ্যেই শঙ্কর ঘোষের এই সিদ্ধান্ত ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। যদিও, খোদ বিধায়ক শঙ্কর ঘোষ এসমস্ত জল্পনায় জল ঢেলে জানিয়েছেন যে, রাজ্যে নির্বাচন বা বড় কোনও অনুষ্ঠান থাকলে এমন গ্রুপ তৈরি করা হয়। আর সেই কাজ মিটে গেলে গ্রুপের কোনও প্রয়োজন থাকে না। এই কারণেই তিনি গ্রুপ ত্যাগ করেছেন।
যদিও, ওয়াকিবহল মহলের মতে, বারবার নির্বাচনে জেরবার হওয়ার কারণেই বিজেপির নেতারা একের পর এক বিদ্রোহী হয়ে উঠছেন। আর এই বিদ্রোহ একদিন বড়সড় আকারও ধারণ করতে পারে।