বাংলাহান্ট ডেস্ক : চিটফান্ড মামলার তদন্তে আজ ছয় ঘন্টা ধরে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সুবোধ অধিকারের স্ত্রী জানিয়েছেন বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছেন তদন্তকারী অফিসারেরা। রবিবার সিবিআই এর তরফ থেকে সুবোধের তিনটি আবাসনে তল্লাশি চালানো হয়। সুবোধের স্ত্রী রিঙ্কু অধিকারী জানিয়েছে, সিবিআই সুবোধের পাইকপাড়ার ফ্ল্যাট থেকে ব্যাংকের নথি ও এল আই সির কাগজপত্র নিয়ে গেছে। এছাড়াও সুবোধের পাসপোর্ট নম্বরও আদায় করেছেন সিবিআই অফিসারেরা।
তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর পাইকপাড়ার ফ্ল্যাটে রবিবার সকাল ন’টা থেকে দুপুর তিনটে পর্যন্ত তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর, সিবিআই সুবোধ অধিকারীর সাথে হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির ব্যবসায়িক যোগসূত্রের সন্ধান পেয়েছেন। সেই সংক্রান্ত নথিও সিবিআই সংগ্রহ করেছে বলে খবর। ইতিপূর্বেই রাজু সাহানি গ্রেফতার হয়েছেন সিবিআই এর হাতে।
বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়ি হালিশহর স্টেশন রোডে। তদন্তের খাতিরে সকাল সকাল সিবিআই অফিসারেরা পৌঁছে যান সুবোধের “মঙ্গলদীপ ভবন” নামক বাড়িতে। একই সাথে সিবিআই তল্লাশি চালায় কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও। উল্লেখ্য সুবোধ ও কমল সম্পর্কে ভাই। এছাড়াও সুবোধের দক্ষিণদাঁড়ি এবং বিটি রোডের ফ্ল্যাটেও এদিন তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা।
সুবোধ অধিকারী স্ত্রী রিঙ্কু জানিয়েছেন, “সকাল থেকে তল্লাশির পরও সিবিআই তেমন কিছু পায়নি। ওরা কিছু ব্যাংক ও জমির কাগজ, এলআইসির পলিসি নম্বর নিয়ে গেছেন।” চিটফান্ড মামলায় ধৃত রাজু সাহানির সাথে সুবোধ অধিকারীর সম্পর্কের ব্যাপারে রিঙ্কু জানিয়েছেন,”দুজনেই হালিশহরের বাসিন্দা। এক জায়গায় থাকার সুবাদে ওদের বন্ধুত্ব। দলীয় সম্পর্ক ছাড়া অন্য কোন সম্পর্ক নেই।”