বাংলা হান্ট ডেস্ক- আগামীবছর কলকাতা শহর একাধিক বিধানসভার পৌরসভার ভোট হবে। সূত্র মারফত জানা যাচ্ছে সিপিএম এবং কংগ্রেস আগামী পৌরসভা এবং বিধানসভায় জোট হিসেবে লড়াই করবে এবং কি করে তৃণমূলকে বাংলা থেকে হেরানো যায় তার জন্য এই জোটের প্রয়োজন আছে বলে দাবি করেছে সিপিএম এবং কংগ্রেস, কারণ সাম্প্রতিক ২০১৯এর লোকসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেসের এই জোট না হওয়াতে বেশ কিছুটা চাপের মধ্যে পড়তে হয়। দুই দলকে কংগ্রেস মাত্র দুটি আসন পায় এবং সিপিএম শূন্য আসন পায়।
ফলে তারা মহাজোট করে তৃণমূলকে চাপে রাখার নয়া কৌশল তৈরি করছে। এদিকে বিজেপি নেতৃত্ব দাবি করেছে, তারা এবার ক্ষমতা দখল করবে। এখন শেষ পর্যন্ত কে ক্ষমতা দখল করে সেই দিকে নজর রাখতে হবে কিন্তু তৃণমূল চাপে রাখতে এই মহাজোট হচ্ছে বলে দাবি সিপিএম -কংগ্রেস তারা দুই পক্ষই দাবি করেছে। এদিকে বিজেপি সাম্প্রদায়িক দল এবং তৃণমূল কাটমানির দল।
তারা এবার ক্ষমতা দখল করবে কিন্তু আগামী ভোটের আগে তা এখনও নিশ্চিত নয় কিন্তু গত দুদিনে বিধানসভায় যেভাবে সিপিএম- কংগ্রেসের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে তাতে বোঝাই যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে জোটের সমীকরণ আরো প্রকাশ্যে আসবে।