আহা কী সৌন্দর্য! মাত্র ৩০ টাকায় পাহাড়-সমতলের অপরুপ মেলবন্ধন, শীতে যাবেন নাকি এই গ্রামে?

বাংলাহান্ট ডেস্ক : শীতকাল এলেই বাঙালির মন উড়ু উড়ু হয়ে ওঠে। মিঠে রোদকে গায়ে মেখে বন্ধু-বান্ধব বা আত্মীয়দের সাথে জমে ওঠে পিকনিক। বড়দিন হোক কিংবা নিউ ইয়ার, বিভিন্ন টুরিস্ট স্পটগুলিতে ভিড় থাকে চোখে পড়ার মতো। তবে আজকে আমরা এমন জায়গার সন্ধান আপনাদের দিতে চলেছি যেখানে জমে উঠতে পারে আপনার শীতকালীন পিকনিক।

এমএম তরাই গ্রামটির (MM Terai) নাম শুনেছেন ?

কোলাহলমুক্ত এই জায়গায় একবার গেলে ফিরে আসতে মন চাইবে না। এমনিতেই পর্যটকদের কাছে উত্তরবঙ্গ (North Bengal) মানে আলাদা আকর্ষণ। হিমালয়ের কোলে শিলিগুড়ি থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে এমএম তরাই গ্রামটি (MM Terai) হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন। বালাসন নদী বয়ে গেছে গ্রামের পাশ দিয়ে।

MM Terai

মিরিক ও কার্শিয়াং-এর অপরূপ পাহাড়ের দৃশ্যের সাক্ষী থাকতে পারেন এখান থেকেই। মিঠে রোদ গায়ে মেখে বালাসন নদীর জলে পা ডুবিয়ে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। নদী ও পাহাড়ের অপূর্ব মেলবন্ধন পর্যকদের দেবে এক অনন্য অভিজ্ঞতার ছোঁয়া। এখন প্রশ্ন হল যাবেন কীভাবে এই অফবিট লোকেশনে ?

আরোও পড়ুন: ডাক্তারদের বিক্ষোভ-অবস্থানে বাধা নেই! শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে হাইকোর্ট বলল…

এমএম তরাই (MM Terai) গ্রামটি শিলিগুড়ি থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে। শিলিগুড়ি থেকে বাসে ৩০ টাকা ভাড়ায় বাগডোগরা পানিঘাটা মোড়, সেখান থেকে ৩০ বা ৪০ টাকার বিনিময়ে ছোট গাড়িতে পৌঁছে যাবেন এমএম তরাই। কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা ফরেস্ট রেঞ্জ ‘ইকো ট্যুরিজম স্পট’ হিসাবে ঘোষণা করেছে এমএম তরাই গ্রামটিকে।

 

View this post on Instagram

 

A post shared by Lok Rai (@lokirai)

শীতের মরশুমে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এমএম তরাইকে (M.M Terai)। নদী সংস্কারের কাজ চলছে পুরোদমে। দোলনা ও বাঁশের সেতু সহ একাধিক সুবিধা তৈরি করা হচ্ছে পর্যটকদের (Tourist) মতো। এই গ্রাম থেকে ঘুরে দেখতে পারেন পানিঘাটা, দুধিয়া ব্রিজ এবং মিরিক।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর