মানুষ নয়, ১০০ দিনের কাজ করছে কুকুর? সরকারি পোর্টালের ছবি ঘিরে তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে সরকারি প্রকল্পে (Government Scheme) ১০০ দিনের কাজই অধিকাংশ গরীব মানুষের রুজি-রুটির উৎস। দৈনিক কাজের ভিত্তিতেই পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে ১০০ দিনের কাজে নিযুক্ত ওই সমস্ত শ্রমিকদের। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ১০০ দিনের কাজের এই শ্রমিকদের জায়গায় দেখা যাচ্ছে কুকুরের ছবি (Dog Picture)। তাহলে কি এখন মানুষের বদলে ১০০ দিনের কাজ করছে কুকুর?

সরকারি পোর্টালে আপলোড করা ছবি কিন্তু এমনটাই ইঙ্গিত দিচ্ছে। মনরেগা (MNREGA)-র পোর্টালে সম্প্রতি ১০০ দিনের শ্রমিকদের (Workers) বদলে দেখা যাচ্ছে নয় জন পথ কুকুরের ছবি। কিন্তু সমস্যা হল টাকা দেওয়া হবে কাদের হাতে। তাই পথ কুকুরদের হাতে ১০০ দিনের টাকা দেওয়ার কথা ভাবলেই কুলকিনারা পাচ্ছেন না আধিকারিকরা।

সম্প্রতি এমনই এক হাস্যকর অথচ অদ্ভুত ঘটনা ঘটেছে রাজস্থানের পালি জেলায়। সম্প্রতি মনরেগার অধীনে রাস্তা নির্মাণের কাজ  হয়েছিল সেদিয়া গ্রামে। সেই কাজের প্রমাণ হিসাবে সরকারি পোর্টালে শ্রমিকদের ছবি আপলোড করার দায়িত্ব দেওয়া হয়েছিল আধিকারিকদের। কিন্তু দেখা যায়, পোর্টালে ৯ জন শ্রমিকের বদলে আপলোড করা হয়েছে পথ কুকুরের ছবি।

আরও পড়ুন: একলাফে অনেক কমে গেল সর্ষের তেলের দাম! জানেন সমস্ত ভোজ্য তেলের কারেন্ট রেট?

সেই ছবি ভাইরাল হতেই হইচই পড়ে যায় চারিদিকে। এরপরই লোকপালের নির্দেশে বিডিও সাথী অরবিন্দ কুমারকে এক বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে মিউনিসিপ্যাল ​​কাউন্সিল মনরেগা এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার হরিসিংহ রাজপুরোহিত জানিয়েছেন চলতি বছরের ১৫-ই এপ্রিল বেরা চোসিয়া থেকে বেড়া কুমারিওয়ালা পর্যন্ত রাস্তা তৈরির কাজ চলছিল।

MNREGA Portal

সেই কাজে নিযুক্ত কর্মীদের ছবি তোলার কথা ছিল। কিন্তু পোর্টালে ওই কর্মীদের ছবির পরিবর্তে কুকুরের ছবি তুলে আপলোড করে দেওয়া হয়। এইভাবে শ্রমিকদের পরিবর্তে সরকারি পোর্টালে কুকুরের ছবি আপলোড করায় গাফিলতির অভিযোগ উঠছে। যদিও মনরেগার আধিকারিকরা দাবি করছেন ওই ছবি ইচ্ছাকৃতভাবেই আপলোড করা হয়েছে।  তাছাড়া ওই পোর্টালে  একবার ছবি আপলোড করা হলে তা আর ডিলিট করা যায় না বলেই দাবি করা হচ্ছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর