বাংলা হান্ট ডেস্কঃ সল্টলেকের (Saltlake) একটি অফিসে তল্লাশি চালিয়ে ১৬০০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেল পুলিশ। শুধু তাই নয়, এর মাঝে ১২০০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে ২০ কোটি টাকা উদ্ধার করেছে তারা। একইসঙ্গে বাকি ৪০০ টি অ্যাকাউন্ট থেকে আরো বহু টাকা মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনায় ইতিমধ্যে ওয়াহিদ এবং শাহরিয়ার নামে দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, শাহরিয়া গার্ডেনরিচ কাণ্ডে মূল অভিযুক্ত আমির খানের ডান হাত বলে অনুমান পুলিশের। এক্ষেত্রে ওই মামলাতেও তাঁর যোগ ছিল বলে জানা গিয়েছে। অনলাইন অ্যাপ প্রতারণা কাণ্ডে ইতিমধ্যেই মোট ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে প্রশাসন। সকলকে জেরার মাধ্যমে আরো নয়া তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
গত ২৮ শে সেপ্টেম্বর সল্টলেকে একটি অফিসে তল্লাশি চালায় পুলিশ। পরবর্তীতে ওই অফিসটি থেকে একাধিক সিম কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়। মোবাইল অ্যাপের মাধ্যমে এই প্রতারণা বাস্তবায়িত করা হত বলে দাবি পুলিশের। এই প্রতারণা কাণ্ডে মূলত সামনে উঠে আসে শুভজিৎ শ্রীমণির নাম। ওই অভিযুক্ত বর্তমানে দুবাইতে রয়েছে বলে জানা গিয়েছে আর এবার এই ঘটনায় ২০ কোটি টাকা পাওয়ার পাশাপাশি ওয়াহিদ এবং শাহরিয়ার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, অনলাইন অ্যাপ প্রতারণা মামলায় অতীতে একের পর এক অভিযোগ সামনে উঠে আসে এবং পরবর্তীতে গার্ডেনরিচের এক ব্যবসায়ী আমির খানকে গ্রেফতার করে পুলিশ। এক্ষেত্রে তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে আত্মগোপন করলেও ভিনরাজ্য থেকে তাকে গ্রেফতার করা হয় আর এবার ২০ কোটি টাকা উদ্ধারের ঘটনায় পুনরায় একবার শোরগোল ছড়িয়ে পড়লো গোটা বাংলায়।