অবশেষে ভারতে বাড়ল মোবাইলে ইন্টারনেট ডাউনলোড স্পিড, তথ্য দিয়ে জানাল উকলা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের শুরুতেই ভারতে (india) প্রাথমিকভাবে অনেকটাই কমে গিয়েছিল ভারতের ইন্টারনেট স্পিড (internet speed)। ইন্টারনেট স্পিড পরিমাপকারি সংস্থা উকলা জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লির ইন্টারনেট স্পিড আগের সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। পাশাপাশি এই রিপোর্টে প্রকাশ হয়েছে ব্রডব্যান্ড স্পিড ভারত সহ সারা পৃথিবীতে লকডাউনের মধ্যে তেমন ভাবে পরিবর্তিত হয় নি। ইন্টারনেট গতির দিক থেকে ভারত শ্রীলঙ্কা এবং ফিলিপিন্সকে পিছনে ফেলেছে।

20 এপ্রিল সপ্তাহে ভারতে মোবাইল ডাউনলোডের গড় গতি ছিল 10.35 এমবিপিএস। যা আগের সপ্তাহের তুলনায় বেশী হলেও, ২ মার্চ সপ্তাহের তুলনায় কম ছিল। মার্চ মাসে গতি ছিল ১১.৭৫ এমবিপিএস।

ভারতে লকডাউন ঘোষণার পর থেকে ইন্টারনেটের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সকাল 9 টা থেকে 11 টা এবং বিকাল 4 টা থেকে 9 টা অবধি। এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেট ডেটা দায়িত্বের সাথে ব্যবহার করার জন্য আবেদন করেছে।

ভারতে ব্রডব্যান্ডের গতি ছিল 35.84 এমবিপিএস। এই গতি ২ মার্চ সপ্তাহের তুলনায় ৭ শতাংশ কম। মার্চ মাসে গতি ছিল 38.66 এমবিপিএস।

পেরুতে, গতি 39 শতাংশ কমেছে, মরক্কোতে 27 শতাংশ ব্রডব্যান্ড গতি হ্রাস পেয়েছে। তাইওয়ানে ডাউনলোডের গড় গড় গতি ছিল 110.46 এমবিপিএস। ওক্লার মতে, বিশ্বব্যাপী ব্রডব্যান্ডের গতি ছিল 74.72 এমবিপিএস।

সম্পর্কিত খবর

X