এবার দেশের প্রত্যন্ত এলাকাতেও নেটওয়ার্কের ‘গ্যারান্টি’! বড় আপডেট সামনে আনলেন টেলিকম মন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে গোটা বিশ্বের সাথে ভারতেও (India) হু হু করে বেড়েছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। স্মার্টফোন হোক বা পুরনো মডেলের কিপ্যাড মোবাইল, চলমান এই দুরভাস যন্ত্রটি নেই এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তবে অনেক সময়েই দেশের প্রত্যন্ত বা গ্রামীণ অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক (Mobile Network) নিয়ে ওঠে একাধিক অভিযোগ।

দেশের (India) প্রত্যন্ত গ্রামেও মোবাইলের নেটওয়ার্ক

অনেক ক্ষেত্রে গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে বেড়াতে গিয়ে মোবাইল নেটওয়ার্ক না পেলে বেজায় বিপাকে পড়েন পর্যটকেরা। এবার এই সমস্যার সমাধানে নয়া প্রযুক্তির সূচনা করলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টেলিকম মন্ত্রীর কথায়, যদি কোনও এলাকায় গ্রাহকের বর্তমান মোবাইল অপারেটরের নেটওয়ার্ক কাজ না করে, তাহলে ইন্টার সার্কেল রোমিংয়ের (আইসিআর) মাধ্যমে গ্রাহকের মোবাইল ফোনটি সংযোগ স্থাপন করবে অন্য কোনও পরিষেবা সরবরাহকারীর নেটওয়ার্কের সাথে।

আরও পড়ুন : দমবন্ধকর পরিস্থিতি বাংলাদেশে! ইউনূসের কাছ থেকে ক্ষমতা দখল করতে চলেছে সামরিক বাহিনী?

এই প্রযুক্তির মাধ্যমে ভারতের (India) “পুওর নেটওয়ার্ক কভারেজ” এলাকাতেও মোবাইল ব্যবহার করতে পারবেন গ্রাহক। গ্রাহকের বর্তমান মোবাইল অপারেটরের নেটওয়ার্ক যদি কোনও এলাকায় দুর্বল হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে আইসিআরের মাধ্যমে গ্রাহকের মোবাইল ফোন সংযুক্ত হয়ে যাবে সেই অঞ্চলে উপলব্ধ অন্য নেটওয়ার্কের সাথে।

আরও পড়ুন : রতন টাটা নন, এই “পাকিস্তানি”-র হাত ধরেই তৈরি হয়েছিল TCS! নাম জানলে হবেন “থ”

উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি এমন এলাকায় গিয়ে পৌঁছেছেন যেখানে জিও নেটওয়ার্ক শক্তিশালী নয়। তাহলে সেই অঞ্চলে প্রবেশ করা মাত্রই আইসিআরের মাধ্যমে আপনার মোবাইল ফোনটি সংযুক্ত হয়ে যাবে সেই অঞ্চলে উপলব্ধ অন্য মোবাইল নেটওয়ার্কের সাথে। আপনার বর্তমান মোবাইল অপারেটারের নেটওয়ার্ক দুর্বল হলে আপনার ফোন স্বয়ংক্রিয়ভাবে উপলভ্য নেটওয়ার্কটি স্ক্যান করে ডিজিটাল ইন্ডিয়া ফান্ড (ডিবিএন) দ্বারা সমর্থিত টাওয়ারের সাথে সংযোগ স্থাপন করবে। এই প্রযুক্তির ফলে গ্রাহক দেশের যেকোনও প্রান্তেই পাবেন অবিচ্ছিন্ন মোবাইল পরিষেবা।

Mobile Network new system in India

 

ভারতে (India) আইসিআর-এর সুবিধা কী?

• প্রাকৃতিক দুর্যোগ বা আপৎকালীন পরিস্থিতে মোবাইল নেটওয়ার্কের নিশ্চয়তা প্রদান করে এই প্রযুক্তি।

• গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলেও অতিরিক্ত চার্জ ছাড়াই মেলে নেটওয়ার্ক কভারেজ।

• ইন্টারনেট স্পিড বা সুরক্ষা সংক্রান্ত বিষয়ে নিশ্চিত থাকা যায় এই প্রযুক্তির মাধ্যমে।

এই বিষয়ে টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য  সিন্ধিয়ার দাবি, ‘প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের সমস্যার মোকাবিলা করার দরকার নেই। ইন্টার সার্কেল রোমিংয়ের (Inter Circle Roaming) মাধ্যমে (আইসিআর) গ্রাহকের ফোন নিজের মতো করে উপলব্ধ নেটওয়ার্কের সাথে সংযুক্ত হবে। এই প্রযুক্তিতে গ্রাহক যে কোনও জায়গায় এবং যে কোনও সময় সংযুক্ত থাকতে পারবেন।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর